Katrina Kaif-Vicky Kaushal: চলতি বছরেই বিয়ে সারছেন ভিকি-ক্যাটরিনা? প্রস্তুতি তুঙ্গে
ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ
1/8
জল্পনা ছিলই। চলতি বছর অগস্টেই গুঞ্জন রটেছিল গোপনে বাগদান সেরে ফেলেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ।
2/8
তবে এবার সূত্র বলছে চলতি বছরের ডিসেম্বরেই নাকি গাটছড়া বাঁধতে চলছেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল ।
3/8
এর আগে বাগদানের খবরে জল ঢেলেছিলেন ভিকি-ক্যাট। সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনওদিনই মুখ খোলেননি অভিনেতা-অভিনেত্রী।
4/8
বলিউডের টল-ডার্ক হ্যান্ডসাম হিরো ভিকি কৌশলের সঙ্গেই ডেট করছিলেন ক্যাট। তবে তা মিডিয়াকে আড়াল করেই।
5/8
রিলেশন নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শুরু হয়েছে বলিপাড়ায়। এবার সত্য়িকারের পরিণতি পেতে চলেছে সম্পর্ক, এমনটাই জানা গিয়েছে।
6/8
বয়সে ৫ বছরের ছোট ভিকির সঙ্গেই নতুন জীবন শুরু করতে চলেছেন ক্যাটরিনা। জানা গিয়েছে বিয়ের পোশাকের ডিজাইন করছেন সব্যসাচী মুখোপাধ্যায়।
7/8
বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতিও নাকি শুরু হয়ে গিয়েছে। লাল বেনারসী নয়, বরং লেহেঙ্গায় সাজবেন ক্যাটরিনা।
8/8
নিজেদের সম্পর্কের কথা স্বীকার না করলেও বলিউডে সকলেই জানেন ভিকি-ক্যাটের সম্পর্কের কথা।
Published at : 27 Oct 2021 12:26 PM (IST)
Tags :
Wedding Katrina Kaif Sabyasachi Vicky Kaushal Katrina Kaif Vicky Kaushal Katrina Kaif Vicky Kaushal Wedding Katrina Kaif Vicky Kaushal December Wedding Katrina Kaif Vicky Kaushal News Katrina Kaif Vicky Kaushal Latest Katrina Kaif Vicky Kaushal Updates Katrina Kaif Vicky Kaushal Dating Katrina Kaif Vicky Kaushal Wedding Date