Katrina Kaif-Vicky Kaushal: চলতি বছরেই বিয়ে সারছেন ভিকি-ক্যাটরিনা? প্রস্তুতি তুঙ্গে

ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ

1/8
জল্পনা ছিলই। চলতি বছর অগস্টেই গুঞ্জন রটেছিল গোপনে বাগদান সেরে ফেলেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ।
2/8
তবে এবার সূত্র বলছে চলতি বছরের ডিসেম্বরেই নাকি গাটছড়া বাঁধতে চলছেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল ।
3/8
এর আগে বাগদানের খবরে জল ঢেলেছিলেন ভিকি-ক্যাট। সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনওদিনই মুখ খোলেননি অভিনেতা-অভিনেত্রী।
4/8
বলিউডের টল-ডার্ক হ্যান্ডসাম হিরো ভিকি কৌশলের সঙ্গেই ডেট করছিলেন ক্যাট। তবে তা মিডিয়াকে আড়াল করেই।
5/8
রিলেশন নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শুরু হয়েছে বলিপাড়ায়। এবার সত্য়িকারের পরিণতি পেতে চলেছে সম্পর্ক, এমনটাই জানা গিয়েছে।
6/8
বয়সে ৫ বছরের ছোট ভিকির সঙ্গেই নতুন জীবন শুরু করতে চলেছেন ক্যাটরিনা। জানা গিয়েছে বিয়ের পোশাকের ডিজাইন করছেন সব্যসাচী মুখোপাধ্যায়।
7/8
বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতিও নাকি শুরু হয়ে গিয়েছে। লাল বেনারসী নয়, বরং লেহেঙ্গায় সাজবেন ক্যাটরিনা।
8/8
নিজেদের সম্পর্কের কথা স্বীকার না করলেও বলিউডে সকলেই জানেন ভিকি-ক্যাটের সম্পর্কের কথা।
Sponsored Links by Taboola