Kim-Leander Christmas Celebration: কলকাতায় কিম শর্মার সঙ্গে বড়দিন উদযাপন লিয়েন্ডার পেজের

কিম শর্মার সঙ্গে লিয়েন্ডার পেজ

1/6
রাত পোহালেই বড়দিন। আর বড়দিনের মতো বিশেষ এই দিনটা কলকাতায় একসঙ্গে সেলিব্রেট করছেন কিম শর্মা এবং লিয়েন্ডার পেজ।
2/6
এদিন নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে কলকাতায় বড়দিন সেলিব্রেশনের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী কিম শর্মা।
3/6
শাহরুখ খানের 'মোহব্বতে' ছবি দিয়ে জনপ্রিয় হন বলিউড অভিনেত্রী কিম শর্মা। এই মুহূর্তে তিনি সম্পর্কে রয়েছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজের সঙ্গে।
4/6
কলকাতায় বড়দিন সেলিব্রেশনের সময় বেশ কিছু অনুরাগীর সঙ্গেও সেলফি নিতে দেখা যায় দুই তারকাকে।
5/6
নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে প্রায়ই একসঙ্গে সময় কাটানোর নানা ছবি এবং ভিডিও অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন কিম শর্মা এবং লিয়েন্ডার পেজ দুজনেই।
6/6
সোশ্যাল মিডিয়ায় দুই তারকাই বেশ সক্রিয় থাকেন। অন্যান্য উৎসবের মতো বড়দিন সেলিব্রেট করার নানা ছবিও তাঁরা সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছেন।
Sponsored Links by Taboola