Actress Shantipriya: অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে বলিউডে পা, কোথায় গেলেন সেই শান্তিপ্রিয়া ?

ছবি- অক্ষয় কুমারের সঙ্গে শান্তিপ্রিয়া

1/7
অক্ষয় কুমারের সঙ্গে "সৌগন্ধ" ছবির মাধ্যমে বলিউডে পা। মনে আছে সেই অভিনেত্রী শান্তিপ্রিয়াকে ? শান্তিপ্রিয়ার বড় বড় টানা টানা চোখ ফ্যানদের হৃদয় জয় করে নিয়েছিল। কিন্তু, প্রায় ২৭ বছর ধরে বড় পর্দায় দেখা নেই শান্তিপ্রিয়ার। শেষবার তাঁকে ১৯৯৪ সালে "ইক্কে পে ইক্কা" ছবিতে দেখা গিয়েছিল। এরপর থেকে এই অভিনেত্রী সিনেমার সঙ্গে নিজের দূরত্ব বাড়িয়ে নেন। চলুন জেনে নেওয়া যাক এহেন অভিনেত্রী শান্তিপ্রিয়ার জীবনের কিছু আকর্ষণীয় তথ্য।
2/7
১৯৬৯ সালের ২২ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশে জন্ম এই অভিনেত্রীর। ১৯৮৭ সালে মাত্র ১৮ বছর বয়সে প্রথম তামিল ছবি "এঙ্গা ওরু পাটুকরন" দিয়ে অভিনয় কেরিয়ার শুরু। বলিউডে পা রাখার আগে শান্তিপ্রিয়া তামিল, তেলেগু ও কন্নড়ে ২৪-টির বেশি ছবিতে অভিনয় করেছেন। তামিল ও তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির একটা বড় নাম ছিলেন শান্তিপ্রিয়া।
3/7
বাজিগর এর স্টার সিদ্ধার্থ রাই-কে ১৯৯৫ সালে বিয়ে করেন শান্তিপ্রিয়া। কিন্তু, ২০০৪ সালে সিদ্ধার্থর মৃত্যু হয়ে যায়। তাঁদের এক পুত্র রয়েছে।
4/7
অক্ষয় কুমারের সঙ্গে "সৌগন্ধ" ছবি দিয়ে বলিউডে কেরিয়ার শুরুর পর আরও কয়েকটি হিন্দি ছবিতে অভিনয় করেছেন শান্তিপ্রিয়া। সেই তালিকায় রয়েছে- "মেরে সজনা সাথ নিভানা", "ফুল ঔর অঙ্গার", "মেহরবান"। ছবিগুলিতে মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা গেছে তাঁকে। "ইক্কে পে ইক্কা"-য় তাঁকে অক্ষয় কুমারের সঙ্গে দেখা গিয়েছিল।
5/7
১৯৯৪ সালের পর বলিউড ছেড়ে দেন শান্তিপ্রিয়া। ছেলেকে নিয়ে জীবন কাটাচ্ছেন।
6/7
গতবছর 'বিগবস ১৪'-য় তাঁকে দেখা যাবে বলে খবর ছড়িয়েছিল। কিন্তু, তা গুজব ছিল। এক সাক্ষাৎকারে শান্তিপ্রিয়া জানিয়েছিলেন যে, অভিনেত্রী হিসেবে দ্বিতীয় দফায় কেরিয়ার শুরু করতে তিনি তৈরি। তিনি বলেন, আমি এখনও এটা প্রমাণ করতে চাই যে, আমি একজন ভাল অভিনেত্রী।
7/7
তিনি অক্ষয় কুমারের সঙ্গে দ্বিতীয়বার কাজ করার ইচ্ছাপ্রকাশও করেন।
Sponsored Links by Taboola