Yash Dasgupta Birthday: ছোট পর্দার অভিনেতা থেকে কীভাবে টলিউড সুপারস্টার হয়ে উঠলেন যশ দাশগুপ্ত?

যশ দাশগুপ্ত

1/10
মুম্বইয়ের টেলিভিশন ইন্ডাস্ট্রিতেই অভিনয় শুরু যশ দাশগুপ্তের।
2/10
'কোই আনে কো হ্যায়' ধারাবাহিক দিয়ে অভিনয় শুরু। এরপর 'বন্দিনী', 'বসেরা', 'না আনা ইস দেশ লাডো', 'মহিমা শনিদেব কি', 'আদালত'-র মতো একাধিক হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন যশ দাশগুপ্ত।
3/10
টলিউডেও তাঁর অভিষেক হয় ছোট পর্দায় ধারাবাহিকের হাত ধরে।
4/10
'বোঝে না সে বোঝে না' ধারাবাহিক দিয়ে বাংলায় অভিনয় শুরু করেন।
5/10
অভিনেত্রী মধুমিতা সরকারের সঙ্গে এই ধারাবাহিকে তাঁর জুটি খুবই জনপ্রিয় হয়।
6/10
এই ধারাবাহিকে তাঁর অভিনীত চরিত্র 'অরণ্য সিংহ রায়' আজও অনুরাগীদের মনে গেঁথে রয়েছে।
7/10
'গ্যাংস্টার' ছবি দিয়ে টলিউডে বড় পর্দায় আত্মপ্রকাশ হয় যশ দাশগুপ্তের।
8/10
এই ছবিতে তাঁর বিপরীতে দেখা গিয়েছে মিমি চক্রবর্তীকে।
9/10
এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি যশ দাশগুপ্তকে।
10/10
বড় পর্দায় একাধিক ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার নিরিখে সহজেই টলিউডের অন্যান্য বহু তারকাকে পিছনে ফেলে দেবেন যশ দাশগুপ্ত।
Sponsored Links by Taboola