Tollywood Celebrities Update: জিৎ-কোয়েলের রোম্যান্স, শুভশ্রীর খুনসুটি, জমজমাট নাচের মঞ্চ
নাচের প্রতিযোগীতার মঞ্চে হাজির টলি কুইন কোয়েল মল্লিক। কখনও বিচারক, কখনও প্রতিযোগী, মজায়, খুনসুটিতে জমিয়ে তুললেন সন্ধেটা। রইল চমকও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকেবল কোয়েল নয়, মঞ্চে উপস্থিত ছিলেন সুপারস্টার গোবিন্দা, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ও অভিনেতা জিৎ।
প্রতিযোগীদের নাচের বিচার করলেন, কখনও তাঁদের হাতে তুলে দিলেন পুরষ্কারও। আর ফ্রেমবন্দি হয়ে রইল সেই সমস্ত ছবি।
এই সন্ধ্যের মূল আকর্ষণ ছিল জিৎ-কোয়েল জুটির পারফরমেন্স। রুপোলি পর্দার সফল জুটি এই প্রথম নাচের মঞ্চে।
জিৎ-কোয়েলের পারফরমেন্স মন জয় করল সবারই। নিজেদের ছবির গানেই রোম্যান্স করলেন অভিনেতা অভিনেত্রী।
গোটা ফ্লোর জুড়ে তখন প্রেমের মেজাজ। দুই শিল্পীও বেশ উপভোগ করলেন নিজেদের পারফরমেন্স
লাল পোশাকে মোহময়ী দেখাচ্ছিল টলি কুইনকে। পাল্লা দিলেন জিৎও।
জিৎ-কোয়েল ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপারস্টার গোবিন্দা ও অভিনেত্রী শুভশ্রী চক্রবর্তী। অনস্ক্রিন জুটির নাচ দেখে উচ্ছসিত তাঁরাও।
শো-এর সঞ্চালক অঙ্কুশ হাজরা ও বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গেও খুনসুটিতে মাতলেন কোয়েল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -