Lara Dutta Maldives Photos: বছর শেষে সপরিবারে মলদ্বীপ ভ্রমণে লারা দত্ত

লারা দত্ত

1/10
বছরটা প্রায় শেষ হতেই চলল। নতুন বছর পড়তে বাকি আর মাত্র কয়েকটা দিন। তার আগেই সপরিবারে মলদ্বীপ ভ্রমণে বেরিয়ে পড়লেন লারা দত্ত।
2/10
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মহেশ ভূপতি ও কন্যার সঙ্গে মলদ্বীপ ভ্রমণের ছবি শেয়ার করেছেন লারা দত্ত।
3/10
বেড়াতে যাওয়া থেকে বেডরুম, বিলাসবহুল রিসর্টের ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী।
4/10
কখনও মহেশ ভূপতির সঙ্গে আবার কখনও মেয়ের সঙ্গে লারা দত্তের মলদ্বীপ উপভোগের দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে।
5/10
বলিউড তারকাদের খুবই পছন্দের জায়গা মলদ্বীপ। সময় পেলেই তারকারা টুক করে মলদ্বীপের উদ্দেশে বেরিয়ে পড়েন।
6/10
ছবি দেখেই বোঝা যাচ্ছে মলদ্বীপে শুধু বেড়াতেই যাননি লারা দত্ত। সঙ্গে স্কুবা ডাইভিংও উপভোগ করছেন তারা।
7/10
কাজের বাইরে সমস্ত সময়টাই পরিবারের সঙ্গে কাটাতে পছন্দ করেন লারা দত্ত। তা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলেই টের পাওয়া যায়।
8/10
লারা দত্তের ইনস্টাগ্রাম হ্যান্ডল জুড়ে পরিবারের সঙ্গে কাটানো নানা ছবি ও ভিডিও।
9/10
মলদ্বীপে ফ্লোটিং ফুড এনজয় করছেন অভিনেত্রী। সঙ্গ দিয়েছেন স্বামী মহেশ ভূপতি ও মেয়ে।
10/10
লারা দত্তের মলদ্বীপ ভ্রমণের ছবিতে লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছএন অনুরাগী থেকে বলিউডের অন্যান্য তারকারা।
Sponsored Links by Taboola