Entertainment:৪৮ পূর্ণ টিসকা চোপড়ার!

Tisca Chopra:ফিল্ম দেখতে ভালোবাসেন? টিসকা চোপড়ার অভিনয় দেখেননি, এমন হওয়াটা প্রায় অসম্ভব। সেই টিসকা-র-ই আজ জন্মদিন। ৪৮ বছর পূর্ণ করলেন ডাকসাইটে বলি-অভিনেত্রী।

পিৎজার থালা সাজিয়ে (ছবি:Tisca Chopra Instagram)

1/8
ফিল্ম দেখতে ভালোবাসেন? টিসকা চোপড়ার অভিনয় দেখেননি, এমন হওয়াটা প্রায় অসম্ভব।
2/8
'তারে জমিন পর'-র ঈশান অবস্তির-র মাকে মনে পড়ে? সেই টিসকা-র-ই আজ জন্মদিন। ৪৮ বছর পূর্ণ করলেন ডাকসাইটে বলি-অভিনেত্রী।
3/8
আমির খান তো বটেই, সুধীর মিশ্র, প্রকাশ ঝা, অভিনয় দেও-সহ বহু বিশিষ্টের সঙ্গে কাজ করেছেন তিনি।
4/8
এখনও পর্যন্ত বিভিন্ন ভাষায় ৫০টি-রও বেশি কাহিনিচিত্রে কাজ করা হয়ে গিয়েছে তাঁর।
5/8
২০১৩ সালে টরন্টো চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় টিসকা-অভিনীত 'কিসসা' ছবিটির।
6/8
তার পর আরও ২০টি চলচ্চিত্র উৎসবে দেখানো হয় 'কিসসা', বিশ্বজোড়া পরিচিতি পান টিসকা।
7/8
স্বল্পদৈর্ঘ্যের 'চাটনি' ছবিটির জন্য দু-দুটি ফিল্মফেয়ার পেয়েছিলেন এই অভিনেত্রী। ছবিটির কাহিনি তাঁর, প্রযোজনাও করেছিলেন নিজে।
8/8
একই সঙ্গে ওটিটি প্ল্যাটফর্মেও সমান সাবলীল তিনি।অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহের সঙ্গে। পাশাপাশি স্যাম পিত্রোদার সঙ্গে কাজ করেন National Knowledge Commission-এ।
Sponsored Links by Taboola