নীল শাড়িতে মাধুরী, সোশাল মিডিয়ায় ভাইরাল নয়া লুকের ছবি
বলিউডের ‘ধকধক গার্ল’ মাধুরী দীক্ষিত সোশাল মিডিয়ায় খুবই সক্রিয়। সম্প্রতি তিনি তাঁর শাড়ি লুকের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে নিজের অনুরাগীদের জন্য শেয়ার করেছেন। এই ছবিগুলির মাধ্যমে মাধুরী তাঁর স্বামী চিকিৎসক নেনের প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইনস্টাগ্রামে ছবি শেয়ার করে মাধুরী ক্যাপশনে লিখেছেন, ‘ফুল মাঙ্গু না বহার মাঙ্গু, ম্যায় তো সনম তেরা প্যায়ার মাঙ্গু’।
নীল রঙের এই শাড়িতে অপরূপা দেখিয়েছে মাধুরীকে।
সোশ্যাল মিডিয়ায় মাধুরীর এই সাম্প্রতিক ছবিগুলি ভাইরাল হয়েছে।
মাঝেমধ্যেই মাধুরীকে বিভিন্ন লুকে দেখা যায়। হলুদ রঙের এই আউটফিটে অসাধারণ মানিয়েছে মাধুরীকে। পালাজোঁ স্টাইলের এই পোশাকে মাধুরীর সৌন্দর্য নজর এড়ায়নি তাঁর অনুরাগীদের।
মাধুরীর কাছে বয়স একটা সংখ্যা মাত্র। ফিটনেস নিয়ে যথেষ্ট সচেতন।
সম্প্রতি ইনস্টাগ্রামে গোলাপি শারারা পরে ছবি শেয়ার করেছিলেন তিনি। এই শারারার দাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা শুরু হয়েছিল।
বিভিন্ন রিপোর্ট অনুসারে, এই শারারার দাম ৮৫ হাজার টাকা। এই শারারা সেট চান্দেরি রেশম দিয়ে তৈরি।
বর্তমানে ডান্স রিয়েলিটি শো ডান্স দিওয়ানে-তে জাজের ভূমিকা পালন করছেন।
মাধুরীর এই লুকও দারুণ। এই লেহেঙ্গায় হাল্কা লিনেন সাটনের কাপড় ব্যবহার করা হয়েছে। আকাশী রঙের এই লেহেঙ্গায় রয়েছে নানান রং।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -