বৃষ্টিতে বিপর্যস্ত ভাঙড়, খালি পায়েই ত্রিপল, খাদ্যসামগ্রী বিলি করলেন মিমি
তিনি রুপোলি পর্দার অভিনেত্রী। তিনি সাংসদও। সোশ্যাল মিডিয়ায় যেমন নিজের তরতাজা ছবি দিয়ে মন জয় করেন তিনি, তেমনই পালন করেন সাংসদের কর্তব্যও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদিনভর বৃষ্টি আজ কার্যত বানভাসি কলকাতা ও সংলগ্ন অঞ্চল। বৃষ্টির দিনে সকাল সকাল ছোটবেলার মত টায়ারে দোলনা বেঁধে খেলার ছবি পোস্ট করেছিলেন তিনি। কিন্তু বেলা গড়াতেই অন্য ভূমিকায় নায়িকা।
আজ বিকেলে বৃষ্টি কিছুটা কমতেই ভাঙড় বিধানসভার বিভিন্ন এলাকায় পৌঁছে গেলেন মিমি। বৃষ্টির জল জমে জেরবার সেখানকার মানুষ।
বৃষ্টি থেকে বাঁচতে এদিন ৬০০ পরিবারের হাতে ত্রিপল তুলে দেন মিমি। সেইসঙ্গে দেন নিত্য প্রয়োজনীয় জিনিস ও খাদ্য সামগ্রীও।
এলাকাবাসির সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের সমস্যার কথা শুনে প্রয়োজন মত নির্দেশও দেন সরকারি আধিকারীকদের
ভোজের হাট, নলমুড়ি, পৈখান, চারিশ্বর ইত্যাদি জায়গায় আজ পৌঁছে গিয়েছিলেন মিমি। তবে কোভিড বিধি মেনেই তাঁর মুখে রইল মাস্ক
এই প্রথম নয়, প্রাকৃতিক দুর্যোগে একাধিকবার সাধারণ মানুষদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তারকা সাংসদকে। আমফানের সময়ও মানুষের থাকা ও খাওয়ার তদারকি করতে দেখা গিয়েছিল তাঁকে।
বৃষ্টি ও জমা জলের কারণে খালি পায়েই এলাকা পরিদর্শন করেন মিমি। ধরা পড়ল সেই ছবিও।
এদিন বিকেল থেকে রাত পর্যন্ত এলাকাবাসীদের সুযোগ সুবিধার কথা শোনেন মিমি। আশ্বাসও দেন সমস্যা সমাধান করার
শিশুদের সঙ্গেও অনায়াসেই মিশে যান তিনি। তারকা ইমেজ ভেঙে একেবারে মাটির কাছাকাছি কাজ করতে দেখা গেল তারকা সাংসদকে।
ছবি সৌজন্যে: মিমি চক্রবর্তীর ফেসবুক পেজ
- - - - - - - - - Advertisement - - - - - - - - -