Entertainment: ফ্রেমবন্দি মালাইকা ও অর্জুন!

Arjun And Malaika:রুপোলি পর্দার গল্পকথা নয়, একেবারে বাস্তবেই যে দুজনে কাছাকাছি এসেছেন সে খবর এখন আর নতুন নয়। ঠিক কতটা কাছাকাছি? সে কথা ছবিই বলে দেয় বলে ধারণা ভক্তদের।

'একসঙ্গে' অর্জুন ও মালাইকা

1/8
রুপোলি পর্দার গল্পকথা নয়, একেবারে বাস্তবেই যে দুজনে কাছাকাছি এসেছেন সে খবর এখন আর নতুন নয়।
2/8
ঠিক কতটা কাছাকাছি? সে কথা ছবিই বলে দেয় বলে ধারণা ভক্তদের। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে দুজনের এই ছবি দুরন্ত জনপ্রিয় হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
3/8
সেটাই প্রথম নয়। প্রায়ই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একে অন্যের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি পোস্ট করেন অর্জুন ও মালাইকা।
4/8
কখনও স্বদেশে, কখনও আবার বিদেশে ছুটি কাটানোর মুহূর্ত ধরা পড়ে গ্ল্যামারাস কাপল-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
5/8
হালেই লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে একটি ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিলেন দুজন। সেখান থেকেও এই ছবি এসেছে তাঁদের।
6/8
একসঙ্গে কাটানো বহু মুহূর্ত সেলফিতে ফ্রেমবন্দি করে ভক্তদের জন্য ইনস্টাগ্রামে পোস্টও করেছেন তাঁরা।
7/8
প্যারিসের অর্জুনের জন্মদিন পালনের ছবি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দিয়েছিলেন মালাইকা।
8/8
বলিউডের অন্যতম জনপ্রিয় 'কাপল'-র তালিকায় উপরের দিকেই নাম রয়েছে মালাইকা অরোরা এবং অর্জুন কাপুরের। তাঁদের নানা মেজাজের ছবি দেখে মুগ্ধ ভক্তকূল এবার হয়তো চার হাত এক হওয়ার ছবি দেখার অপেক্ষায়।
Sponsored Links by Taboola