Malaika Arora Birthday: ৫০ ছুঁইছুঁই বয়সেও অষ্টাদশী হয়ে রয়েছেন, নায়িকা নয়, ‘আইটেম ডান্স’ থেকেই তারকা মালাইকা
Bollywood Updates: ব্যক্তিগত জীবন নিয়ে রাখঢাক নেই বরাবরই। নিজের শর্তে বাঁচেন মালাইকা।
ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
1/10
বয়স দাঁড়িয়ে ৫০-এর দোরগোড়ায়। কিন্তু দেখলে এখনও অষ্টাদশী বলে ভ্রম হয়। নায়িকা হিসেবে পুরোদস্তুর অভিনয় করেনইনি কোনও কালে। শুধু আইটেম সং-এই দেখা গিয়েছে এ যাবৎ। তার পরেও বলিউডের তাবড় নায়িকাকে পিছনে ফেলেছেন অভিনেত্রী মালাইকা আরোরা।
2/10
কেরিয়ার শুরু করেছিলেন ভিডিও জকি হিসেবে। নয়ের দশকে একাধিক মিউজিক ভিডিও, বিজ্ঞাপনেও দেখা গিয়েছে। তবে ‘দিল সে’ ছবিতে ‘ছাঁইয়া ছাঁইয়া’ গানটিই ঘরে ঘরে পরিচিতি গড়ে তোলে মালাইকার।
3/10
মালাইকার বাবা অনিল আরোরা পঞ্জাবি। মা জয়সি পলিকার্প মলয়ালি ক্যাথলিক। মডেলিং বা অভিনয়ে আসার কথা ভাবেনইনি কখনও। শিক্ষিকা হতে চেয়েছিলেন।
4/10
স্কুলে পড়ার সময় থেকেই শিশুমন নিয়ে গভীর আগ্রহ ছিল। কিন্তু আচমকাই ভিডিও জকি হিসেবে মুখ দেখানোর সুযোগ পান টিভিতে। চার বছর বয়স থেকে নাচ শেখেন মালাইকা।
5/10
এখন মালাইকাকে দেখলে বোঝার উপায় নেই যে, এককালে টমবয় ছিলেন তিনি। তথাকথিত মেয়েসুলভ কোনও ভাললাগা বা আচরণ তাঁর মধ্যে ছিলই না বলে জানিয়েছেন মালাইকা।
6/10
একটি কফির বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে আরবাজ খানের সঙ্গে আলাপ। অল্পদিনের মধ্যেই ঘনিষ্ঠতা এবং বিয়ের সিদ্ধান্ত। তাঁদের এক সন্তান , আরহান খান। খান পরিবারের সদস্য হিসেবে একাধিক ছবিও প্রযোজনা করেন। পরে যদি বিয়ে ভেঙে যায় আরবাজের সঙ্গে।
7/10
৫০-এর দোরগোড়ায় পৌঁছেও যে ভাবে নিজেকে ফিট রেখেছেন মালাইকা, তা অনুপ্রেরণা জোগায় সকলকে। কড়া ডায়েট এবং নিয়মিত শরীরচর্চাই তাঁর ফিটনেসের রহস্য বলে জানিয়েছেন।
8/10
মালাইকার বয়স যখন ১১, বিবাহবিচ্ছেদ হয় মা-বাবার। বোন অমৃতাকে তাই সন্তানসমই তাঁর কাছে। খুঁটিনাটি সব বিষয়েই পরস্পরের পাশে থাকেন তাঁরা।
9/10
আরবাজের সঙ্গে বিবাহবিচ্ছেদের সময় তীব্র বিতর্কে পড়েন মালাইকা। অভিযোগ ওঠে, বিয়ে ভাঙার আগে থেকেই অর্জুন কপূরের সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। তা নিয়ে দুই তরফের কেউই যদিও মুখ খোলেননি।
10/10
ব্য়ক্তিগত জীবন নিয়ে রাখঢাক নেই মালাইকার। অর্জুনের সঙ্গে সম্পর্কের কথাও স্বীকার করেছেন তিনি। মালাইকা যে তাঁর জীবনে গুরুত্বপূর্ণ, সে কথা অকপটে জানিয়েছেন অর্জুনও।
Published at : 23 Oct 2022 12:03 PM (IST)