Mandira Bedi Updates: ক্যাপশনে হার্ট ব্রোকেন ইমোজি, স্বামীর সঙ্গে কাটানো মুহূর্তের ছবি শেয়ার মন্দিরার
গত ৩০ জুন প্রয়াত হয়েছেন স্বামী রাজ কৌশল। সেই শোকের সঙ্গে এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন মন্দিরা বেদি। এবার স্বামীর সঙ্গে কাটানো সুন্দর সব মুহূর্তের ছবি শেয়ার করলেন মন্দিরা।(ছবি সৌজন্য : মানব মঙ্গলানি)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্বামীর সঙ্গে কাটানো সুখের মুহূর্তের ছবি শেয়ার করেছেন মন্দিরা। নিচে ক্যাপশনে হার্ট ব্রোকেন ইমোজি।(ছবি সৌজন্য : ইনস্টাগ্রাম : মন্দিরা বেদি)
ছবিতে মন্দিরা ও তাঁর স্বামীকে একসঙ্গে ডিনার করতে দেখা যাচ্ছে। (ছবি সৌজন্য : ইনস্টাগ্রাম : মন্দিরা বেদি)
স্বামী রাজ কৌশলের শোকে এর আগে ইনস্টাগ্রামে নিজের প্রোফাইল পিকচার ডিলিট করে দিয়েছিলেন মন্দিরা। তার জায়গায় ব্ল্যাক স্ক্রিন বসিয়েছিলেন।(ছবি সৌজন্য : ইনস্টাগ্রাম : মন্দিরা বেদি)
গত ৩০ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় রাজ কৌশলের। ৪৯ বছর বয়স হয়েছিল তাঁর। স্বামীর অকাল প্রয়াণে ভেঙে পড়েন মন্দিরা। স্বামীর শেষযাত্রায় তাঁর ভেঙে পড়ার ছবি মুহূর্তে ভাইরাল হয়।(ছবি সৌজন্য : মানব মঙ্গলানি)
স্বামীর মৃত্যুর পর তাঁর স্মরণে একটি প্রার্থনা সভা ডাকেন মন্দিরা। সেখানে শামিল হন কাছের বন্ধুরা এবং পরিবারের সদস্যরা।(ছবি সৌজন্য : ইনস্টাগ্রাম : মন্দিরা বেদি)
নিজেকে শক্ত করো মন্দিরা। সহজ হোক চলার পথ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -