In Pics: মানসিক অবসাদ নিয়ে সচেতনতা বৃদ্ধির বার্তা দেবে সুজয় প্রসাদের '৩২ অশ্বিনী দত্ত রোড' নাটক
২৬ ডিসেম্বর হয়ে গেল অভিনেতা সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, শ্রীপর্ণা সেন রায়, সুপর্ণা দত্ত ও শুভশ্রী পটেল অভিনীত ইমার্সিভ থিয়েটার ঘরানার '৩২ অশ্বিনী দত্ত রোড' নাটকের অভিনয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচার দেওয়ালে ঘেরা বাড়ির মধ্যে সেই বাড়িরই বিভিন্ন চরিত্রদের কথা বলে এই নাটক। চতুর্থ দেওয়ালের গণ্ডি ভেঙে দর্শকদের সঙ্গেও কথা বলে চরিত্ররা।
তাঁদের বেদনা, তাঁদের মানসিক অবসাদে ভারাক্রান্ত ৩২ অশ্বিনী দত্ত রোডের বাড়ি আসলে মন খারাপ করা এক অনুভূতি রেখে যায় দর্শকদের মনে।
যে মানসিক কষ্ট বুকে চেপে আমরা রোজ এগিয়ে চলি, ভাবতে শুরু করি এমন কষ্ট যেন আর কারও নেই। নিজেদের কষ্টগুলো ভাগ না করে নিতে পেরে দিনের পর দিন একটা আলাদা দ্বীপের মতো হয়ে যায় মানুষ।
অথচ আমরা বুঝি না পাশের মানুষ, পরিবারের মানুষ, আমাদের বন্ধু, পরিজনরাও আসলে একইরকম মনকষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে।
আমরা এটাই বুঝি না যে কষ্ট একটু ভাগ করে নিলে তা লাঘব হয়ে যায়। মন ভাল থাকার সমীকরণ খুঁজে পায় মানুষ। দুঃখ পেরিয়ে এসে এক পরিবারের মধ্যে একে অপরের সঙ্গে ভাল থাকার এমনই এক গল্প শোনায় এই নাটক।
মানসিক অসুখ যা দিনের পর দিন আমাদের মধ্যে নিজের দাপট বাড়িয়ে চলেছে, সেই ক্ষেত্রে সচেতনতা তৈরি করাই '৩২ অশ্বিনী দত্ত রোড' নাটকের উদ্দেশ্য বলে জানিয়েছেন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -