Tuberous sclerosis: রোগের নাম টিউবেরাস স্ক্লেরোসিস, গিলে নিতে পারে শৈশব
অতিমারির প্রকোপ কাটেনি এখনও। তার মধ্যেই নানা ব্যাধি লেগে রয়েছে। ইদানীং টিউবেরাস স্ক্লেরোসিস ভোগাচ্ছে মানুষকে। এই রোগের কারণ এবং উপসর্গ জেনে নিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমস্তিষ্ক, ফুসফুস, কিডনি, ত্বক-সহ শরীরে বিভিন্ন অঙ্গে টিউমারের বৃদ্ধিই টিউবেরাস স্ক্লেরোসিস। এটি একটি বিরল রোগ। ক্যানসারে পরিণত না হলেও, সমস্যা গুরুতর হলে মৃত্যুও হতে পারে।
জন্মের সময়ই টিউবেরাস স্ক্লেরোসিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার বয়স বাড়ার সঙ্গে সঙ্গেও এই রোগে আক্রান্ত হন মানুষ।
টিউবেরাস স্ক্লেরোসিসে আক্রান্ত হলে প্রথম প্রথম অঙ্গপ্রত্যঙ্গে টান ধরে। ত্বকের উপর ছোপ ছোপ দাগ দেখা দেয়। আবার চাক বেঁধে ফুসকুড়িও গজিয়ে ওঠে।
আমেরিকায় প্রত্যেক ৬ হাজার শিশুর মধ্যে এক জন টিউবেরাস স্ক্লেরোসিসে আক্রান্ত হয়। এ ক্ষেত্রে ত্বকের উপর সাদা ছোপ দেখা যায়। চাক বেঁধে ব্রণর মতো দেখতে ফুসকুড়ি গজিয়ে ওঠে মুখে।
আচমকা কিডনির সমস্যা দেখা দেয়। শরীরে বিভিন্ন অংশের, বিশেষত পিঠের অংশের চামড়া শক্ত হয়ে যায়। নখের নীচের অংশ চামড়া সহ ফুলে উঠতে পারে। দাঁতের উপর ছোট ছোট গর্ত তৈরি হয়। ক্ষয় ধরে।
টিউবেরাস স্ক্লেরোসিসে আক্রান্ত হলে মানসিক সমস্যাও দেখা দেয়। শিশুর বৃদ্ধি ব্যাহত হয়। ব্যক্তিবিশেষে উপসর্গ চরম এবং মৃদু হতে পারে। আজীবন এই সমস্যা থাকে অনেকেরই।
টিউবেরাস স্ক্লেরোসিস একটি জিনগত রোগ। বাবা-মায়ের থাকলে ছেলেমেয়ের হওয়ার সম্ভাবনা থাকে। তবে অনেক ক্ষেত্রে তার অন্যথাও ঘটে।
এমআরআই, সিটি স্ক্যানেই টিউবেরাস স্ক্লেরোসিস ধরা পড়ে। কিডনির আল্ট্রাসাউন্ডও করা হয়। অতিবেগুনি রশঅমির নীচে ত্বক পরীক্ষা করেন চিকিৎসকেরা।
এখনও পর্যন্ত টিউবেরাস স্ক্লেরোসিসের নিরাময় খুঁজে পাওয়া যায়নি। তবে উপসর্গ হ্রাস করার ওষুধ দিতে পারেন চিকিৎসকেরা। অনেক ক্ষেত্রে অস্ত্রপচারও করা হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -