Mimi Chakraborty Pics: ক্যানসারে আক্রান্ত পোষ্য়কে নিয়ে চেন্নাই পাড়ি মিমির, সুস্থতা কামনায় রাজ
ক্যানসারে আক্রান্ত পোষ্য চিকু। চিকিৎসার জন্য আগামীকাল চেন্নাই পাড়ি দিচ্ছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোশ্যাল মিডিয়ায় ছড়াছড়ি মিমির সবচেয়ে প্রিয় দুই সঙ্গীর ছবি। ম্যাক্স ও চিকু। শ্যুটিং আর কাজ ছাড়া মিমির সারাক্ষণই প্রায় কাটে তাঁদের সঙ্গে।
এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে মিমি একবার জানিয়েছিলেন, দীর্ঘ লকডাউনে কলকাতার বাড়িতেই গৃহবন্দি ছিলেন তিনি। সেইসময় তাঁর সঙ্গী ছিল ম্যাক্স আর চিকুই। সারাদিন পোষ্য়দের সঙ্গে খেলা করে ভালোই লকডাউন কেটেছে তাঁর।
কিন্তু হঠাৎই ছন্দপতন। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে মিমি লেখেন, ক্যানসারে আক্রান্ত হয়েছেন তাঁর প্রিয় পোষ্য চিকু। বেশ বড় একটি আবেগপ্রবণ বার্তা লেখেন মিমি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই দুঃসংবাদ।
মিমি লেখেন, 'আমার ৮ বছরের বড় ছেলে ক্যানসারে আক্রান্ত। ওর শরীরে আস্তে আস্তে ক্যানসার ছড়িয়ে পড়ছে। চিকিৎসরকা জানিয়েছেন কোনও অস্ত্রোপচার করা সম্ভব নয়।'
মিমির এই পোস্টে উপচে পড়ে প্রার্থনা, মনখারাপ। টলিউডের প্রায় সমস্ত অভিনেতা-অভিনেত্রীরা লেখেন, 'চিকু যেন সুস্থ হয়ে ওঠে।' অনেকে আবার প্রথমটা বিশ্বাসই করতে পারেননি খারাপ খবরটা।
অঙ্কুশ, ঐন্দ্রিলা, পার্নো, রণিতা থেকে শুরু করে ইয়শ, বীরসা মিমির ওয়াল উপচে পড়ে অভিনেতা অভিনেত্রীদের বার্তায়।
আজ নিজের ট্যুইটারে চিকুর আরও একটি ছবি ট্যুইট করেন মিমি। সেখানে তিনি জানান, ইতিমধ্যেই চেন্নাইয়ের উদ্দেশে রওনা দিয়েছে চিকু, আগামীকাল যাবেন মিমিও।
মিমির পোষ্য ক্যানসারে আক্রান্ত শুনে মনখারাপ মিমির বন্ধু থেকে শুরু করে অনুরাদীদের। সবাই যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করেচেন মিমিকে। অনেকেই দিয়েছেন ভালো চিকিৎসকের খোঁজও।
আজ রাজ চক্রবর্তী ট্যুইট করে মিমির পোষ্যের দ্রুত সুস্থতা কামনা করেন। রাজ ও মিমির প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও তাঁদের মধ্যে বজায় রয়েছে সৌজন্য সম্পর্ক। একসঙ্গে কাজও করেছেন তাঁরা। রাজ-শুভশ্রীর ছেলে ইউভানের জন্মের পর উপহারও পাঠিয়েছিলেন মিমি।
ছবি সৌজন্যে: মিমি চক্রবর্তীর ট্যুইটার
- - - - - - - - - Advertisement - - - - - - - - -