Mimi Chakraborty on Yaas Cyclone: ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে মিমি, করলেন ত্রাণের ব্যবস্থা

ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পর বারুইপুর এলাকা পরিদর্শনে মিমি

1/8
ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের পাশে অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী। দুর্গতদের জন্য করলেন ত্রাণের ব্যবস্থা।
2/8
ইয়াস পরবর্তী পরিস্থিতি সামলাতে বৃহস্পতিবার নিজের বারুইপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন মিমি। বিভিন্ন ত্রাণশিবিরে প্রচুর মানুষের আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। তাঁদের খাওয়াদাওয়ার তদারকিও করতে দেখা গেল তাঁকে।
3/8
ত্রাণশিবিরে গিয়ে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শুনেছেন অভিনেত্রী।
4/8
নিজস্ব কেন্দ্রের অতিমারী পরিস্থিতি খতিয়ে দেখা, প্রয়োজনমাফিক বন্দোবস্ত করার কাজ করতে আগেও দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের সাংসদকে।
5/8
সোশ্যাল মিডিয়ায় মিমি জানিয়েছেন, সাধারণ মানুষের এই লড়াইয়ে দলের সবাই সামিল হয়েছে।
6/8
মিমি জানিয়েছেন, প্রকৃতির তাণ্ডবের সামনে এই লড়াইটা সকলকে সম্মিলিতভাবে করতে হবে।
7/8
ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি নিয়ে বারুইপুর ব্লকের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন অভিনেত্রী-সাংসদ।
8/8
ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় কীভাবে ত্রাণ বিলি থেকে শুরু করে সবরকম কাজ করা হবে, তা নিয়ে আলোচনা করেন মিমি।
Sponsored Links by Taboola