Mimi Chakraborty on Yaas Cyclone: ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে মিমি, করলেন ত্রাণের ব্যবস্থা
ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের পাশে অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী। দুর্গতদের জন্য করলেন ত্রাণের ব্যবস্থা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইয়াস পরবর্তী পরিস্থিতি সামলাতে বৃহস্পতিবার নিজের বারুইপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন মিমি। বিভিন্ন ত্রাণশিবিরে প্রচুর মানুষের আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। তাঁদের খাওয়াদাওয়ার তদারকিও করতে দেখা গেল তাঁকে।
ত্রাণশিবিরে গিয়ে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শুনেছেন অভিনেত্রী।
নিজস্ব কেন্দ্রের অতিমারী পরিস্থিতি খতিয়ে দেখা, প্রয়োজনমাফিক বন্দোবস্ত করার কাজ করতে আগেও দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের সাংসদকে।
সোশ্যাল মিডিয়ায় মিমি জানিয়েছেন, সাধারণ মানুষের এই লড়াইয়ে দলের সবাই সামিল হয়েছে।
মিমি জানিয়েছেন, প্রকৃতির তাণ্ডবের সামনে এই লড়াইটা সকলকে সম্মিলিতভাবে করতে হবে।
ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি নিয়ে বারুইপুর ব্লকের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন অভিনেত্রী-সাংসদ।
ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় কীভাবে ত্রাণ বিলি থেকে শুরু করে সবরকম কাজ করা হবে, তা নিয়ে আলোচনা করেন মিমি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -