নতুন বছর উদযাপনে ইউএসএ উড়ে গেলেন মিস ইউনিভার্স হরনাজ
২১ বছর পর মিস ইউনিভার্স হয়েছেন ভারতের হরনাজ সান্ধু। মুম্বই এয়ারপোর্টে দেখা গেল তাঁকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনতুন বছরের সেলিব্রেশন করতে মুম্বই থেকে ইউএসএতে উড়ে যাচ্ছেন হরনাজ। পাপারাৎজিদের ক্যামেরন্দি হলেন বিমানবন্দরে।
কোভিডবিধি মেনে মুখে মাস্ক পরেছিলেন হরনাজ। ক্যামেরা দেখেই হাত নাড়লেন।
সবুজ রংয়ের একটি প্রিন্টেড প্যান্টস্যুট পরনে ছিল হরনাজের। ক্যামেরা দেখেই হাত জোড় করে সম্ভাসন জানালেন।
মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ৮০টি দেশের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াইয়ে ছিলেন হরনাজ।
২১ বছর পর ফের দেশে ফিরল সেই মুকুট। এমনকী হরনাজের বয়সও এখন ২১ বছর। তিনি পঞ্জাবের কন্যা। এই নিয়ে তৃতীয়বার ভারতে এল 'মিস ইউনিভার্স'-এর মুকুট।
'মিস ইউনিভার্স'কে হিরে খচিত মুকুট পরানো হয় এবং সেই সঙ্গে পুরস্কার স্বরূপ অর্থ ও অন্যান্য সুবিধা দেওয়া হয়। 'মিস ইউনিভার্স ২০২০' অ্যান্ড্রিয়া মেজা এদিন হিরের সুদৃশ্য টিয়ারা হরনাজের মাথায় পরিয়ে দেন।
২০১৯ সালে, মিস ইউনিভার্স সংস্থার তরফে মওয়াবাদ জুয়েলারিকে মুকুট ডিজাইনের দায়িত্ব দেওয়া হয়। এরপর তাঁরা 'মওয়াবাদ পাওয়ার অফ ইউনিটি ক্রাউন' তৈরি করে।
এই মুকুটের দাম প্রায় ৫ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় সেই মূল্য হয়ে দাঁড়ায় ৩৭ কোটি ৮৭ লক্ষ ৯০ হাজার অর্থাৎ ৩৭ কোটিরও বেশি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -