Covid Rule Violation In Train & Metro : নেই মাস্ক, স্টেশনে শিকেয় দূরত্ববিধি, মেট্রোতেও সেই চেনা ভিড় ! দেখুন ছবি
করোনা আবহে আজ থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালাতে হবে লোকাল ট্রেন। মেট্রো চলাচলেও জারি একই বিধিনিষেধ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযদিও কলকাতা থেকে জেলা সর্বত্র বিধিভঙ্গের ছবি। বনগাঁ শাখার এই স্টেশনে প্রতিটি লোকালেই থিকথিকে ভিড়। কামরায় উধাও দূরত্ব বিধি।
৫০ শতাংশ যাত্রী নিয়ে চলার বিধিনিষেধ যে মানা হচ্ছে না, তা স্পষ্ট।
সকাল থেকে বারুইপুর স্টেশনে ট্রেনে বাদুড়ঝোলা ভিড়। স্টেশনে করোনা বিধি নিয়ে জিআরপি-র প্রচার। প্ল্যাটফর্মে মাস্ক বিলি করছে রেল পুলিশ।
খড়গপুর স্টেশনে মাস্ক ছাড়াই ডিউটিতে রেল পুলিশ। পাশাপাশি, লোকাল ট্রেনেও বিধিভঙ্গের ছবি।
সপ্তাহের প্রথম কাজের দিনে অফিস টাইমে মেট্রোয় ভিড়। মানা হচ্ছে না দূরত্ব বিধি।
মানা হচ্ছে না ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলার বিধিনিষেধ
কোথায় দূরত্ব বিধি? তুমুল ভিড় ট্রেনে। নজর রাখা বা ভিড় নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থা নজরে পড়েনি।
আজ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সন্ধে ৭টার পর চলবে না লোকাল ট্রেন। রেলের তরফে জানানো হয়েছে, প্রান্তিক স্টেশনগুলি থেকে সন্ধে ৭টায় শেষ ট্রেন ছাড়বে। ৭টার পর আরও কোনও লোকাল ছাড়বে না।
রাত ১০টা থেকে নিয়ন্ত্রণবিধি জারি হওয়ায় মেট্রোর সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। রাত সাড়ে ৯টার পরিবর্তে আজ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -