Most Expensive Film Directors: রোহিত শেট্টি থেকে কর্ণ জোহর, জানেন প্রত্যেক ছবির জন্য কত টাকা পারিশ্রমিক নেন এই প্রথম সারির পরিচালকেরা?
রোহিত শেট্টি, রাজকুমার হিরানি, কর্ণ জোহর প্রমুখ ভারতীয় সিনেমার একেবারে প্রথম সারির পরিচালক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদুর্দান্ত সব বলিউড ছবি তাঁদের হাতেই তৈরি হয় আজকাল।
ভাল ছবি তৈরির পাশাপাশি জানেন কি তাঁদের কার কত পারিশ্রমিক?
রোহিত শেট্টি: বলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক। অ্যাকশন ছবির অন্যতম চেনা নাম রোহিত শেট্টি। সূত্রের খবর, একেকটি ছবি তৈরির জন্য তিনি ২৫ থেকে ৩০ কোটি টাকা পারিশ্রমিক নেন।
রাজকুমার হিরানি: বলিউডের অপর জনপ্রিয় পরিচালক। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, প্রত্যেক ছবির জন্য ১০ থেকে ১৫ কোটি টাকা চার্জ করেন 'মুন্নাভাই এমবিবিএস' পরিচালক।
কর্ণ জোহর - বলিউডে স্টারকিডদের লঞ্চ করার জন্য বিখ্যাত কর্ণ। সূত্রের খবর অনুযায়ী, ২০১৯ সালে তিনি ১২ কোটি টাকা আয় করতেন এবং ফোর্বস সেলিব্রিটি ১০০-এর তালিকায় ছিলেন।
এ আর মুরুগাদোস - বিখ্যাত দক্ষিণী পরিচালক প্রত্যেক ছবির জন্য ১২ থেকে ১৫ কোটি টাকা চার্জ করেন বলে খবর সূত্রের।
সঞ্জয় লীলা বনশালী - 'লার্জার দ্যান লাইফ' ছবি তৈরির জন্য বিখ্যাত সঞ্জয় লীলা বনশালী। সূত্রের খবর, তিনি নিজের ছবির পরিচালনার জন্য কোনও টাকা নেন না, তার বদলে বক্স অফিস আয়ের একটি বড় অংশ পারিশ্রমিক হিসেবে নেন।
মণি রত্নম - ভারতীয় সিনেমার অন্যতম প্রথম সারির পরিচালক। খবর অনুযায়ী, তিনি প্রত্যেক ছবির জন্য ৯ কোটি টাকা পারিশ্রমিক নেন।
এস এস রাজামৌলি - 'বাহুবলী' পরিচালকের এই বিশাল ছবিটি ৪৩৪ কোটি টাকায় বিক্রি হয়েছিল বলে খবর। ছবিটি তৈরি করতে প্রায় ৪৫০ কোটি টাকা খরচ হয়েছিল। প্রবল সাফল্য অর্জন করে ছবিটি। সূত্রের খবর এর থেকে পরিচালক নিজে ১০০ কোটি টাকা আয় করেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -