Nawazuddin Siddiqui: নওয়াজউদ্দিন সিদ্দিকীর 'অভিনয়' যাত্রা
১৯৭৪ সালের ১৯ মে জন্ম নেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। বলিউডে তাঁর অভিনয় দক্ষতা দিয়ে নিজের স্থান করে নিয়েছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচিরাচরিত হিরো সুলভ চেহারা বা গড়ন কিছুই নেই। কেবল রয়েছে অভিনয়ের অসাধারণ ক্ষমতা। আর তাতেই আট থেকে আসি নওয়াজের ফ্যান।
১৯৯৯ সালে 'ন্যাশনাল স্কুল অফ ড্রামা' থেকে পড়াশোনা সেরে মুম্বইয়ে আসেন। সেই বছরেই বলিউডে অভিষেক হয়।
আমির খানের 'সরফরোশ' ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেন। এছাড়া রাম গোপাল বর্মার 'স্কুল' ছবিতেও দেখা যায় তাঁকে।
২০০৩ সালের রাজু হিরানির 'মুন্নাভাই এমবিবিএস' ছবিতে অভিনয় করেন। টেলিভিশনে কাজের চেষ্টা করে সফল হননি।
২০০২ থেকে ২০০৫ পর্যন্ত বিশেষ কাজ ছিল না তাঁর হাতে। চারজনের সঙ্গে শেয়ারে ভাড়া বাড়িতে থাকতেন তখন।
একাধিক ছোটখাটো কাজের পর ভাগ্যের চাকা ঘোরে ২০১০ সালে অনুশা রিজভির 'পিপলি লাইভ' ছবির হাত ধরে। সকলের নজরে আসেন তিনি।
২০১২ সালে সুজয় ঘোষ পরিচালিত 'কাহানি' ছবিতে রগচটা পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যায় নওয়াজকে। প্রশংসিত হন তিনি।
এরপর আসে অনুরাগ কাশ্যপের 'গ্যাংস অফ ওয়াসেপুর' সিরিজ। এই ছবিদুটির হাত ধরে আরও খ্যাতি অর্জন করেন নওয়াজ।
তাঁর অভিনয়ে মুগ্ধ সকলে। যে কোনও ছবিতে, যে কোনও চরিত্রেই তিনি মানানসই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -