Nawazuddin Siddiqui: নওয়াজউদ্দিন সিদ্দিকীর 'অভিনয়' যাত্রা

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

1/10
১৯৭৪ সালের ১৯ মে জন্ম নেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। বলিউডে তাঁর অভিনয় দক্ষতা দিয়ে নিজের স্থান করে নিয়েছেন।
2/10
চিরাচরিত হিরো সুলভ চেহারা বা গড়ন কিছুই নেই। কেবল রয়েছে অভিনয়ের অসাধারণ ক্ষমতা। আর তাতেই আট থেকে আসি নওয়াজের ফ্যান।
3/10
১৯৯৯ সালে 'ন্যাশনাল স্কুল অফ ড্রামা' থেকে পড়াশোনা সেরে মুম্বইয়ে আসেন। সেই বছরেই বলিউডে অভিষেক হয়।
4/10
আমির খানের 'সরফরোশ' ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেন। এছাড়া রাম গোপাল বর্মার 'স্কুল' ছবিতেও দেখা যায় তাঁকে।
5/10
২০০৩ সালের রাজু হিরানির 'মুন্নাভাই এমবিবিএস' ছবিতে অভিনয় করেন। টেলিভিশনে কাজের চেষ্টা করে সফল হননি।
6/10
২০০২ থেকে ২০০৫ পর্যন্ত বিশেষ কাজ ছিল না তাঁর হাতে। চারজনের সঙ্গে শেয়ারে ভাড়া বাড়িতে থাকতেন তখন।
7/10
একাধিক ছোটখাটো কাজের পর ভাগ্যের চাকা ঘোরে ২০১০ সালে অনুশা রিজভির 'পিপলি লাইভ' ছবির হাত ধরে। সকলের নজরে আসেন তিনি।
8/10
২০১২ সালে সুজয় ঘোষ পরিচালিত 'কাহানি' ছবিতে রগচটা পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যায় নওয়াজকে। প্রশংসিত হন তিনি।
9/10
এরপর আসে অনুরাগ কাশ্যপের 'গ্যাংস অফ ওয়াসেপুর' সিরিজ। এই ছবিদুটির হাত ধরে আরও খ্যাতি অর্জন করেন নওয়াজ।
10/10
তাঁর অভিনয়ে মুগ্ধ সকলে। যে কোনও ছবিতে, যে কোনও চরিত্রেই তিনি মানানসই।
Sponsored Links by Taboola