Nawazuddin Siddiqui Bungalow: ‘নবাবখানা’, মুম্বইয়ে আস্ত বুধানা তুলে আনলেন নওয়াজ, নয়া বাংলো হার মানাবে ‘মন্নত’কেও
ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখেছিলেন। তা পূরণ করেও দেখালেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। খাস মায়ানগরীর বুকে নিজের প্রাসাদোপম বাংলো বানিয়ে তাক লাগিয়ে দিলেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাংলোর পিছনে শুধু টাকাই ঢালেননি নওয়াজ, বাংলোর অন্দরসজ্জাও নিজেহাতে করেছেন। বাবা নবাবউদ্দিন সিদ্দিকির নামে নয়া বাংলোর নাম ‘নবাব’ রেখেছেন নওয়াজ।
কয়েক দশক আগে মাটি কামড়ে লড়াই চালানোর পাশাপাশি আরব সাগরের তীরে একটি বাংলো কিনেছিলেন শাহরুখ খান। বর্তমানে মুম্বইয়ের অন্যতম দ্রষ্টব্য স্থান হয়ে দাঁড়িয়েছে তাঁর ‘মন্নত’। নওয়াজের নয়া বাংলো ‘মন্নত’ থেকে ঢিল ছোড়া দূরত্বেই। তবে ‘মন্নত’-এর জাঁকজমকের তুলনায় নওয়াজের বাংলোয় মাটির ছোঁয়া রয়েছে বলে মনে করছে নেটদুনিয়া।
বাংলো নিয়ে ঢাকঢোল পিটিয়ে প্রচারে যাননি নওয়াজ। বরং সম্প্রতি ইনস্টাগ্রামে বাংলো থেকে একাধিক ছবি পোস্ট করেন তিনি। কোথাও শেরওয়ানি গায়ে নবাবী মেজাজে দেখা যায় তাঁকে। কোথাও আবার বাংলোর লনে চেয়ারে বসে মনোযোগের সঙ্গে বই পড়তে।
বাংলোর সামনে নিজের ছবি পোস্ট করে নওয়াজ লেখেন, ‘যিনি এক জন ভাল অভিনেতা, তিনি কখনও মানুষ হিসেবে খারাপ হতে পারেন না। কারণ মনের শুদ্ধতাই তাঁকে ভাল আচরণে বাধ্য করে।’
চেহারায় চটক বা বলিউডে চেনাশোনা, কিছু না থাকা সত্ত্বেও প্রায় দু’দশক আগে উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের বুধানা থেকে মুম্বইয়ে আশিয়ানা গড়ার স্বপ্ন নিয়ে হাজির হন নওয়াজ।
জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ পেতেও লড়াই করতে হয় নওয়াজকে। দিনের বেলা সিনেমাপাডা়য় কাজের খোঁজ করা আর রাতে দারোয়ানের কাজ করে কোনও রকমে পেট চলত।
কিন্তু নিজের পরিশ্রমে আজ বলিউডের বিশ্বাসযোগ্য নাম হয়ে উঠেছেন নওয়াজ। নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি একই সঙ্গে বিতর্ক, প্রকৃত অর্থেই তারকা তিনি। কিন্তু জৌলুসের মাঝেও কোথাও না কোথাও বুধানার মাটির গন্ধ খুঁজে বেড়াচ্ছিলেন নওয়াজ। নয়া বাংলো তাঁর প্রিয় বুধানারই প্রতিচ্ছবি।
তিন বছর ধরে নতুন বাংলোটি তৈরি করেছেন নওয়াজ। সরাসরি এ নিয়ে কোনও মন্তব্য না করলেও, বলিউড সূত্রে খবর, বাংলোটির মূল্য কয়েক কোটি টাকা। ছবি পিছু তাঁর পারিশ্রমিকও কোটিতে পৌঁছে গিয়েছে ঢের আগেই। বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৫০ কোটি টাকা। এ ছাড়াও ওটিটি প্ল্যাটফর্ম এবং বিজ্ঞাপন থেকে মাসে কমপক্ষে ১ কোটি টাকা আয় রয়েছে তাঁর।
তবে ব্যক্তিগত জীবনে এখনও সমস্যা কাটিয়ে উঠতে পারেননি নওয়াজ। স্ত্রী আলিয়া বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিলেও, দুই সন্তানকে নিয়ে এখনও আলাদাই থাকেন। নওয়াজ ব্যস্ত কাজ নিয়ে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -