In Pics: 'সনক' ছবির ডাবিং সারলেন হবু মা নেহা ধুপিয়া, শেয়ার করলেন ছবি
প্রেগন্যান্সির অ্যাডভান্স স্টেজ। তার মধ্যেই ডাবিং সারলেন অভিনেত্রী নেহা ধুপিয়া। সেই ছবি পোস্ট করলেন সোশাল মিডিয়ায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅভিনেতা অঙ্গদ বেদীর সঙ্গে ২০১৮ সালের ১০ মে বিয়ে সারেন নেহা ধুপিয়া। তাঁদের প্রথম সন্তানের নাম মেহর ধুপিয়া বেদি।
'সনক' ছবির ডাবিং সেশনের কিছু ছবি পোস্ট করেন অভিনেত্রী। আরামদায়ক কালো পোশাকে দেখা গেল নায়িকাকে। সঙ্গে ছিল প্রিন্টেড শ্রাগ।
ছবির সঙ্গে লম্বা নোটও লেখেন। 'থার্ড ট্রাইমেস্টারে পৌঁছে অ্যাকশন ছবির ডাবিং করা একেবারে অন্য ধরনের কাজ...অবশ্যই শ্যুটিং করার সময় আমার ধারণা ছিল না যে এই অবস্থায় ডাবিং করতে আসব আমি।'
সাধারণত দাঁড়িয়ে ডাবিং করেন অভিনেতারা। তাতে সংলাপের মধ্যে ছবির সেই এনার্জিও ফুটিয়ে তোলা যায়। তবে নেহার কথায়, শ্বাসকষ্ট ও পিঠে ব্যথার মাঝে খানিক স্বস্তিতে কাজ করার একটাই উপায় ছিল, তা হল বসে ডাবিং করা।
নেহা যদিও এই সুযোগের জন্য ধন্যবাদ জানিয়েছেন 'সনক' ছবির গোটা টিমকে।
তিনি ক্যাপশনে লেখেন, 'এটা ছবির সকল কলাকুশলীদের জন্য়... আমাকে এই প্রজেক্টের অংশ করার জন্য ধন্যবাদ। সকলের ছবিটা দেখার জন্য অপেক্ষা করতে পারছি না।'
'সনক' ছবির বিভিন্ন প্রধান চরিত্রে দেখা যাবে বিদ্যুৎ জামওয়াল, নেহা ধুপিয়া, রুক্মিণী মৈত্র এবং চন্দন রায় সান্যালকে।
নেহা ধুপিয়াকে শেষ দেখা গিয়েছিল কাজল অভিনীত শর্টফিল্ম 'দেবী'-তে। এরপর তাঁকে 'সনক' ছবি ছাড়াও দেখা যাবে 'এ থার্সডে' ছবিতেও।
কিছুদিন আগেই দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেন নেহা-অঙ্গদ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -