Raksha Bandhan 2021: পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, হরিয়ানা, রাখী পূর্ণিমায় দেশের বিভিন্ন প্রান্তে আলাদা রীতি
কাল, রবিবার রাখীবন্ধন। সারা দেশে পালিত হবে এই উৎসব। মূলত ভাই-বোনের উৎসব হলেও, রাজ্যভেদে আলাদা রীতি প্রচলিত। ছবি সৌজন্যে গেটি ইমেজেস
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসংস্কৃত শব্দ রক্ষাবন্ধনের অর্থ হল নিরাপত্তা, দায়িত্ব ও খেয়াল রাখা। রাখীবন্ধনের দিন দাদা-ভাইরা দিদি-বোনেদের খেয়াল রাখার শপথ নেন। দিদি-বোনেরাও দাদা-ভাইদের যত্ন নেওয়ার কথা বলেন। ছবি সৌজন্যে গেটি ইমেজেস
রাখীবন্ধনের দিন আচার-রীতি ছাড়াও খাওয়া বিশেষ আকর্ষণের। ছবি সৌজন্যে গেটি ইমেজেস
এদিন ভাই-বোনেরা একসঙ্গে খাওয়া-দাওয়া করেন। দাদা-ভাইরা দিদি-বোনেদের উপহার দেন।
রাখীর দিন স্নান সেরে নতুন বা পরিষ্কার জামাকাপড় পরে যাবতীয় আচার পালন করা হয়। ছবি সৌজন্যে গেটি ইমেজেস
মহারাষ্ট্রে কোলি সম্প্রদায়ের লোকজন রক্ষাবন্ধন বা রাখী পূর্ণিমার সঙ্গেই নারালি পূর্ণিমা (নারিকেল দিবস উৎসব) পালন করেন। তাঁরা বরুণদেবের উদ্দেশে সমুদ্রে নারিকেল দেন। ছবি সৌজন্যে গেটি ইমেজেস
হরিয়ানায় রক্ষাবন্ধনের দিন সালোনো উৎসব পালিত হয়। এদিন বোনেরা ভাইদের মঙ্গলকামনা করে তাঁদের হাতে রাখী বেঁধে দেন। ভাইরাও বোনেদের রক্ষা করার শপথ নেন। ছবি সৌজন্যে গেটি ইমেজেস
পশ্চিমবঙ্গে রাখী পূর্ণিমার সঙ্গেই পালিত হয় ঝুলন উৎসব। এদিন রাধা-কৃষ্ণর পুজো করা হয়। অনেক বাড়িতেই এখনও ঝুলন সাজানো হয়। ছবি সৌজন্যে গেটি ইমেজেস
রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় রাখীবন্ধনকে সামাজিক উৎসবে পরিণত করেছিলেন। সেই রীতি এখনও চলছে।
পশ্চিমবঙ্গে শুধু ভাই-বোনই নয়, সবাই রাখীবন্ধন উৎসবে সামিল হন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -