Nora Fatehi Photos: কালো পোশাকে 'জাদু' দেখালেন নোরা...
নোরা ফতেহি
1/7
ফের একবার নিজের রূপের জাদুতে সকলকে মোহিত করলেন বলিউড অভিনেত্রী নোরা ফতেহি।
2/7
মঙ্গলবার, নোরাকে মুম্বই বিমানবন্দরে দেখা যায়। আর প্রতিবারের মতো, তাঁকে দেখা ইস্তক, সব চোখ যেন এই বলিউড সুন্দরীর দিকেই আটকে গিয়েছিল।
3/7
সম্প্রতি, নোরার মুকুটে নয়া পালক জুড়েছে। তাঁর অভিনীত সুপারহিট গান ' দিলবর' ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের লক্ষ্যমাত্রা ছুঁয়েছে। প্রথম আফ্রো-আরবী মহিলা শিল্পী হিসেবে এই সাফল্য পেয়েছেন নোরা।
4/7
টি-সিরিজের দফতরে কেক কেটে এই সাফল্য পালন করেন নোরা। তাঁর জন্য একটি সারপ্রাইজ পার্টি রেখেছিল সংস্থা।
5/7
নোরার এই লুক দেখে মনে হতেই পারে, যে সকলের হৃদয় জিততেই এসেছেন। তাঁকে কালো রঙের স্কিনি ট্রাউজার, স্লিভলেস শর্ট ও কালো রঙের টপে দারুণ আকর্ষণীয় দেখাচ্ছিল।
6/7
তার ওপর কালো পেন্সিল হিল জুতো ও মানানসই সাইড ব্যাগ যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছিল। সবার ওপর নোরার মোহময়ী আন্দাজ।
7/7
একমাত্র অন্যরকম ছিল, তা হল নোরার হেয়ার স্টাইল। অভিনেত্রীর হেয়ার কাট অনেকটাই ছিল আলাদা। বেশিরভাগ সময়ে লম্বা স্ট্রেট কাটে দেখা যায় নোরাকে। তবে, এবার নতুনত্ব স্টাইল করেন তিনি।
Published at : 11 Mar 2021 11:56 PM (IST)