Nora Fatehi Photos: কালো পোশাকে 'জাদু' দেখালেন নোরা...

নোরা ফতেহি

1/7
ফের একবার নিজের রূপের জাদুতে সকলকে মোহিত করলেন বলিউড অভিনেত্রী নোরা ফতেহি।
2/7
মঙ্গলবার, নোরাকে মুম্বই বিমানবন্দরে দেখা যায়। আর প্রতিবারের মতো, তাঁকে দেখা ইস্তক, সব চোখ যেন এই বলিউড সুন্দরীর দিকেই আটকে গিয়েছিল।
3/7
সম্প্রতি, নোরার মুকুটে নয়া পালক জুড়েছে। তাঁর অভিনীত সুপারহিট গান ' দিলবর' ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের লক্ষ্যমাত্রা ছুঁয়েছে। প্রথম আফ্রো-আরবী মহিলা শিল্পী হিসেবে এই সাফল্য পেয়েছেন নোরা।
4/7
টি-সিরিজের দফতরে কেক কেটে এই সাফল্য পালন করেন নোরা। তাঁর জন্য একটি সারপ্রাইজ পার্টি রেখেছিল সংস্থা।
5/7
নোরার এই লুক দেখে মনে হতেই পারে, যে সকলের হৃদয় জিততেই এসেছেন। তাঁকে কালো রঙের স্কিনি ট্রাউজার, স্লিভলেস শর্ট ও কালো রঙের টপে দারুণ আকর্ষণীয় দেখাচ্ছিল।
6/7
তার ওপর কালো পেন্সিল হিল জুতো ও মানানসই সাইড ব্যাগ যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছিল। সবার ওপর নোরার মোহময়ী আন্দাজ।
7/7
একমাত্র অন্যরকম ছিল, তা হল নোরার হেয়ার স্টাইল। অভিনেত্রীর হেয়ার কাট অনেকটাই ছিল আলাদা। বেশিরভাগ সময়ে লম্বা স্ট্রেট কাটে দেখা যায় নোরাকে। তবে, এবার নতুনত্ব স্টাইল করেন তিনি।
Sponsored Links by Taboola