Sonali Bendre: সোনালি বেন্দ্রের সম্পর্কে এই তথ্যগুলো জানা আছে?

সোনালি বেন্দ্রে

1/10
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সোনালি বেন্দ্রে। কাজ করেছেন শাহরুখ খান, আমির খান এবং বলিউডের প্রথম সারির অভিনেতাদের সঙ্গে। তাঁর সম্পর্কে জেনে নেওয়া যাক অজানা কিছু তথ্য।
2/10
বলিউডে কেরিয়ার শুরু করার আগে মডেলিং করতেন সোনালি বেন্দ্রে। ১৯৯৪ সালে গোবিন্দার বিপরীতে 'আগ' ছবি দিয়ে বলিউডে ডেবিউ হয় তাঁর।
3/10
শুধু অভিনয়ের জন্যই প্রশংসিত হননি সোনালি বেন্দ্রে। তাঁর একগাল হাসিতেও মুগ্ধ অনুরাগীরা। আর বলিউডে আত্মপ্রকাশের বছরেই নিউ ফেস অফ দ্য ইয়ার ক্যাটাগোরিতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়ে যান তিনি।
4/10
হিন্দি ছবিতে অভিনয়ের পাশাপাশি মরাঠী, তামিল, তেলুগু,কন্নড় ছবিতে অভিনয় করেছেন। অন্যান্য ভাষার ছবিতেও একইরকম জনপ্রিয় সোনালি বেন্দ্রে।
5/10
ক্যানসারে আক্রান্ত হওয়ার সময় থেকে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আপডেট দিতে থাকেন সোনালি বেন্দ্রে। বিদেশেই তাঁর দীর্ঘ চিকিৎসা চলে।
6/10
শুধুমাত্র বড় পর্দাতেই নয়, সোনালি বেন্দ্রেকে দেখা গিয়েছে ছোটপর্দাতেও। 'ইন্ডিয়ান আইডল ৪', 'ইন্ডিয়াজ গট ট্যালেন্ট' এবং ছোটপর্দার আরও বেশ কিছু অনুষ্ঠানে দেখা গিয়েছে তাঁকে।
7/10
টেলিভিশন সিরিজ 'আজীব দাসতাঁ হ্যায় ইয়ে' দিয়ে ছোট পর্দায় আত্মপ্রকাশ হয় সোনালি বেন্দ্রের। দর্শকের কাছে প্রশংসিত হন এই ধারাবাহিকে অভিনয়ের জন্য।
8/10
বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে স্টাইন আইকন হিসেবেও পরিচিত। এক নামী প্রসাধনী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডরও তিনি।
9/10
সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন সোনালি বেন্দ্রে। নানা ছবি এবং ভিডিও অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে নেন।
10/10
ছবি নির্মাতা গোল্ডি বহেলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনালি বেন্দ্রে। তাঁদের এক সন্তানও রয়েছে। সোনালি বেন্দ্রে ও গোল্ডি বহেলের একমাত্র পুত্র সন্তানের নাম রণবীর।
Sponsored Links by Taboola