Ameesha Patel in Films: হিট নায়িকা থেকে ইনস্টাগ্রাম তারকা, বিস্মৃত আমিশার কিছু জনপ্রিয় ছবি
প্রথম ছবি থেকেই গগনচুম্বী প্রত্যাশা তৈরি হয়েছিল তাকে ঘিরে। কিন্তু তার পর যত সময় এগিয়েছে, ততই বিস্মৃতির অতলে হারিয়ে গিয়েছেন আমিশা পটেল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএক সময় একের পর এক সুপারহিট ছবি উপহার দিতেন আমিশা। শিক্ষিত-মার্জিত আচরণের জন্যও বলিউডে প্রশংসিত ছিলেন তিনি। ফিরে দেখা তাঁর কিছু সেরা ছবি।
দেশভাগের প্রেক্ষাপটে তৈরি ‘গদর: এক প্রেম কথা’ শুধু বক্সঅফিসেই সাড়া ফেলেনি, এত বছর পরেও আমিশার কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি হয়ে রয়েছে। সম্প্রতি ছবির সিকোয়েল ঘোষণা করেছেন সানি দেওল। তাতে আমিশাও রয়েছেন।
বাণিজ্যিক ছবিতেও ক্রমশ সাবালক হচ্ছিল বলিউড। সেই সময় ববি দেওল এবং অক্ষয় খান্নার সঙ্গে ‘হমরাজ’ ছবিতে অভিনয় করেন আমিশা। তখন জনপ্রিয়তার তুঙ্গে তিনি। তাই এই ধরনের চরিত্র করার ঝুঁকি ছিল। কিন্তু ছবিটি বিপুল ব্যবসা করে।
আমির খান, রানি মুখোপাধ্যায়ের পাশে নবাগতা আমিশা। তাসত্ত্বেও ‘মঙ্গল পান্ডে: দ্য রাইজিং’ ছবিতে আমিশাই সবচেয়ে বেশি নজর কেড়েছিলেন। বিধবার চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে, এক ব্রিটিশ সেনার সঙ্গে যাঁর সম্পর্ক তৈরি হয়। এই ছবির জন্য ইতিহাস প্রায় গুলে খান আমিশা।
প্রথম ছবিতেই বাজিমাত করেছিলেন আমিশা। হৃতিক রোশন যেমন আলোড়ন ফেলেছিলেন মহিলা মহলে, তেমনই তরুণদের মধ্যে আমিশাকে নিয়ে সাড়া পড়ে যায়। ‘কহো না প্যায়ার হ্যায়’ আমিশার কেরিয়ারের অন্যতম সফল ছবি।
সফল নায়িকার দিন তখন অতীত। ভাল চরিত্রের খোঁজে হন্যে হয়ে ঘুরছেন আমিশা। সেই সময় রিমা কাগতির ‘হানিমুন ট্র্যাভেলস প্রাইভেট লিমিটেড’ ছবিতে ছোট একটি চরিত্রে সুযোগ পান আমিশা। সদ্য বিবাহিত জীবনে পা রাখা দম্পতিদের নিয়ে ছবির গল্প। তাতে আমিশার উপস্থিতি ছিল তরতাজা বাতাসের মতো।
বিক্রম ভট্টের পরিচালনায় ‘আনকহি’ ছবিতে অভিনয় করেন আমিশা। বিবাহিত বিক্রম সুস্মিতা সেনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। সেই নিয়েই ছবির গল্প। এষা দেওল এবং আফতাব শিবদাসানির সঙ্গে সেই ছবিতে একমাত্র আমিশাই নজর কাড়েন।
বিদ্যা বালানের মতো অভিনেত্রী থাকা সত্ত্বেও ‘ভুলভুলাইয়া’ ছবিতে আমিশার অভিনয় নজর কাড়ে। ছবিতে অল্প সময়ের জন্যই দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু নিরাশ করেননি তিনি।
কেরিয়ার তখন কার্যতই অস্তাচলে। সেই সময় সইফ আলি খান এবং রানি মুখোপাধ্যায়ের সঙ্গে ‘থোড়া প্যায়ার থোড়া ম্যাজিক’ ছবিতে অভিনয়ের সুযোগ পান আমিশা। ছবিতে বিশেষ কিছু করার ছিল না তাঁর, তবে ‘লেজি লমহে’ গানটি জনপ্রিয় হয়। ওই গানে সাহসী পোশাকে ধরা দেন আমিশা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -