ক্যাজুয়াল লুকেও কতটা সুন্দরী প্রভাসের 'রাধে শ্যাম' নায়িকা পূজা?

পূজা হেগড়ে

1/10
দক্ষিণের জনপ্রিয় নায়িকা পূজা হেগড়ে।
2/10
বলিউডে তাঁকে প্রথমবার দেখা যায় 'মহেঞ্জোদারো' ছবি দিয়ে।
3/10
হৃত্বিক রোশনের বিপরীতে 'মহেঞ্জোদারো' ছবিতে দেখা যায় পূজা হেগড়েকে।
4/10
'হাউজফুল ফোর' ছবিতেও তাঁকে পছন্দ হয় দর্শকদের।
5/10
মিষ্টি মুখ দিয়ে দর্শকদের মন অল্প সময়ের মধ্যেই জিতে নিয়েছেন পূজা।
6/10
বর্তমানে জুটি বেঁধেছেন 'বাহুবলী' খ্যাত প্রভাসের সঙ্গে।
7/10
খুব শীঘ্রই তাঁকে প্রভাসের বিপরীতে 'রাধে শ্যাম' ছবিতে দেখা যাবে।
8/10
সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় থাকেন পূজা হেগড়ে।
9/10
ক্যাজুয়াল থেকে ফোটোশ্যুট, নানা ছবি এবং ভিডিও শেয়ার করতে থাকেন অনুরাগীদের সঙ্গে।
10/10
ইনস্টাগ্রামে পূজা হেগড়ের ফলোয়ারের সংখ্যা চোখে পড়ার মতো। প্রায় ১৬ মিলিয়ন মানুষ তাঁকে ইনস্টাগ্রামে ফলো করেন।
Sponsored Links by Taboola