In Pics: লস অ্যাঞ্জেলসে সবুজ চুড়িদারে পোজ দিলেন 'দেশি গার্ল' প্রিয়ঙ্কা চোপড়া
শুক্রবার, ৮ এপ্রিল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকা প্রিয়ঙ্কা চোপড়া সোশ্যাল মিডিয়ায় তাঁর নিজের নতুন লুকের বেশ কিছু ছবি পোস্ট করলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলস অ্যাঞ্জেলসের বাড়িতে রোদ পোহাচ্ছেন অভিনেত্রী। ঝলমলে রোদে সবুজ চুড়িদারে দিলেন বিভিন্ন পোজ।
বিদেশের মাটিতে তাঁর 'দেশি গার্ল' অবতার দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা। তার ওপর অভিনেত্রীর নিজের সৌন্দর্য্য তো আছেই।
নিজের এই 'দেশি' লুককে অন্যমাত্রায় নিয়ে গেছেন তিনি পায়ে প্যাস্টেল নীল রঙের জুতো পরে। সঙ্গে অবশ্যই সানগ্লাস। খোলা চুলে একেবারে মোহময়ী 'পিগি চপস'।
চারটি বিভিন্ন পোজের ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, 'যখন সঠিক জায়গায় সূর্যের রশ্মি এসে পড়ে'।
প্রিয়ঙ্কা চোপড়ার ফ্যাশন সেন্স সবসময়ই একেবারে 'অন পয়েন্ট'। কিছুদিন আগেই অভিনেত্রীকে 'চিয়ারলিডার'-এর পোশাকে দেখতে পাওয়া যায়। স্বামী নিক জোনাসের বেসবল ম্যাচের জন্য চিয়ার করছিলেন তিনি।
লাল ও সাদা 'স্পোর্টস' পোশাকে বেশ দেখাচ্ছিল তাঁকে। চুলে পনিটেল। এক খুদে ফটোগ্রাফারের জন্য পোজ দিতেও দেখা যায় তাঁকে।
চলতি বছরের শুরুর দিকে অভিভাবকত্ব এসেছে তাঁদের জীবনে। সারোগেসির মাধ্যমে তাঁদের জীবনে এসেছে কন্যা সন্তান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -