Priyanka Chopra Instagram Name: বিয়ে ভাঙছে প্রিয়ঙ্কা চোপড়ার?
নিকের সঙ্গে প্রিয়ঙ্কা চোপড়া
1/10
বিয়ে ভাঙছে বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার? জল্পনা বাড়ালেন নিজেই।
2/10
এতদিন পর্যন্ত বলিউডের 'দেশি গার্ল' প্রিয়ঙ্কা চোপড়ার ইনস্টাগ্রাম হ্যান্ডলে তাঁর নাম থাকত প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।
3/10
কিন্তু তিনি হঠাৎই নাম বদলে ফেলেছেন। প্রিয়ঙ্কা চোপড়া জোনাস থেকে শুধু প্রিয়ঙ্কা চোপড়া রেখেছেন।
4/10
ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি নিক জোনাসের সঙ্গে সম্পর্কে ফাটল দেখা দিল?
5/10
তাহলে কি বিবাহবিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন জনপ্রিয় এই জুটি? যদিও প্রিয়াঙ্কা চোপড়া কিংবা নিক জোনাসকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য করতে দেখা যায়নি।
6/10
কিছুদিন আগে এভাবেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে স্বামীর পদবী মুছে ফেলেছিলেন সামান্থা রথ প্রভু। রটেছিল বিবাহবিচ্ছেদের গুঞ্জন।
7/10
পরবর্তীকালে সামান্থা এবং তাঁর স্বামী নাগা চৈতন্য একসঙ্গে বিবৃতি দিয়ে বিবাহিত জীবনে ইতি টানার ঘোষণাও করেন।
8/10
যদিও এই সমস্ত গুজবকে একেবারেই ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়ার মা মধু চোপড়া।
9/10
সম্প্রতি তিনি জানিয়েছেন, প্রিয়ঙ্কা চোপড়ার বিবাহবিচ্ছেদের খবর একেবারেই ভুয়ো। আর এমন খবর না রটানোর কথাও বলেছেন তিনি।
10/10
কিন্তু হঠাৎ কী হল, যার জন্য স্বামীর পদবী মুছে দিলেন 'মেরি কম' অভিনেত্রী? প্রশ্ন উঠছে ঘনিষ্ঠ মহলেও।
Published at : 22 Nov 2021 11:59 PM (IST)