Puja Banerjee Marriage: 'বাঙালি' বিয়ের ছবি পোস্ট করলেন পূজা বন্দ্যোপাধ্যায় - কুণাল ভার্মা
রেজিস্ট্রি করে বিয়ে হয়েছিল আগেই। কিন্তু আনুষ্ঠানিকভাবে সাত পাকে বাঁধা পড়লেন এই সদ্য। ১৫ নভেম্বর বিয়ে করলেন বঙ্গ তনয়া অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় ও বলিউড অভিনেতা কুণাল ভার্মা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিয়ের পর অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ফটোশ্যুটের ছবি।
লাল বেনারসী, মাথায় টোপর, চওড়া করে পরানো সিঁদুর। উচ্ছ্বসিত নববধূ পোজ দিয়েছেন।
বাবা-মায়ের 'সোশ্য়াল ম্যারেজ'-এ অবশ্যই হাজির ছিলেন খুদে কৃশিব।
মালাবদলও হয়েছে বাঙালি মতে। ভাগ করে নিলেন সেই ছবিও।
লাল পাঞ্জাবি, সাদা-লাল পাড় ধুতি, মাথায় টোপর পরে বাঙালি সাজে দেখা গেল টেলি অভিনেতা কুণাল ভার্মাকে।
সম্প্রতি পান পাতা দিয়ে মুখ ঢেকে একটি ছবিও পোস্ট করেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'আমাদের সাতপাক ঘুরে বিয়ে হয়ে গেল।'
বিয়ের পরদিনই হালকা গোলাপী শাড়ি, সিঁদুরে ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী।
অপর এক ছবিতে একই রঙের পোশাকে দেখা যায় নবদম্পতিকে। কুণাল আদর ভরে চুম্বন এঁকে দেন স্ত্রী পূজার কপালে। ছবি সৌজন্য় - পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণাল ভার্মার ইনস্টাগ্রাম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -