Rahul Disha Wedding Pics: হলদি থেকে রিসেপশন, ছবিতে রাহুল-দিশার বিয়ে
শুক্রবার বান্ধবী দিশা পারমারের সঙ্গে বিয়ে হয়েছে ‘বিগ বস ১৪’-খ্যাত রাহুল বৈদ্যর। এই অনুষ্ঠানে তাঁদের পরিবারের লোকজন ও ঘনিষ্ঠ বন্ধুরা হাজির ছিলেন। রাহুল-দিশার বিয়ের অনুষ্ঠানের কিছু অদেখা ছবি প্রকাশ্যে এসেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিয়ের দু’দিন আগে মেহেন্দির আয়োজন করা হয়। দিশার পাশে সেই অনুষ্ঠানে রাহুলকেও দেখা যায়।
মেহেন্দির পর প্রথা মেনে হয় হলদি। দিশার সঙ্গে এই অনুষ্ঠানে দেখা যায় তাঁর পরিবারের লোকজনকে।
রাহুলের পরিবারের লোকজনও হলদি অনুষ্ঠানে যোগ দেন।
মেহেন্দি, হলদির পর সুবিবাহ সুসম্পন্ন হয়। রাহুল ও দিশা হাসিমুখে গাঁটছড়া বাঁধেন।
বিয়ের অনুষ্ঠানে দিশার আঙুলে আংটি পরিয়ে দেন রাহুল।
প্রথা মেনেই বিয়ের যাবতীয় অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিয়ের পর রিসেপশনের আয়োজন করা হয়। রাহুলের অনেক তারকা বন্ধুই এই রিসেপশনে হাজির ছিলেন।
রিসেপশনের পরদিন সকালে রাহুল ও দিশার পরিবারের লোকজনের সঙ্গে আলাপচারিতার আয়োজন করা হয়।
পরিবারের লোকজনের সঙ্গে আলাপচারিতার পর সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করেন রাহুল ও দিশা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -