Ind vs SL, 1 ODI: দুই তরুণ তুর্কি আর ধবন ধমাকায় লঙ্কা-বধ ভারতের
করোনার ধাক্কায় পিছিয়ে যাওয়ার পর ভারত-শ্রীলঙ্কা ওয়ান ডে সিরিজ শুরু হল রবিবার। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটস জিতে ব্যাটিং নিয়েছিল শ্রীলঙ্কা। বহুদিন পর মাঠে দেখা গেল বিখ্যাত কুল-চা জুটিকে। কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল।
শ্রীলঙ্কা ইনিংসে প্রথম ধাক্কা দেন চাহাল। তুলে নেন আবিষ্কা ফার্নান্ডোকে।
১৭তম ওভারে তিন বলের ব্যবধানে ক্রিজে সেট হয়ে যাওয়া ভানুকা রাজাপক্ষে ও মিনোদ ভানুকাকে ফিরিয়ে শ্রীলঙ্কা ব্যাটিংয়ের কোমর ভেঙে দেন চায়নাম্য়ান স্পিনার কুলদীপ।
এরপর ধনঞ্জয় ডি'সিলভাকে তুলে নেন ক্রুণাল পাণ্ড্য।
শেষ দিকে চালিয়ে খেলে ৩৫ বলে অপরাজিত ৪৩ রান করেন চামিকা করুণারত্নে। শ্রীলঙ্কা ৫০ ওভারে তোলে ৯ উইকেটে ২৬২ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে ধৈর্যশীল ইনিংস খেলেন শিখর ধবন। অন্য দিকে ব্যাটে ঝড় তোলেন পৃথ্বী শ। মাত্র ২৪ বলে ৪৩ রান করেন পৃথ্বী।
পৃথ্বী আউট হওয়ার পর বিপক্ষ বোলিংকে আক্রমণ করার দায়িত্ব কাঁধে তুলে নেন ঈশান কিষাণ।
আন্তর্জাতিক ওয়ান ডে-তে অভিষেকেই ঝাড়খণ্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান ৪২ বলে ৫৯ রান করেন।
অন্য প্রান্তে শুরুর দিকে সতর্কভাবে খেললেও পরের দিকে চালিয়ে খেলতে শুরু করেন অধিনায়ক ধবন।
৯৫ বলে ৮৬ রানে অপরাজিত ছিলেন ধবন। ৮০ বল বাকি থাকতে সাত উইকেটে ম্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। ছবি: বিসিসিআই ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড
- - - - - - - - - Advertisement - - - - - - - - -