Celebrities Update: বিয়ের প্রায় দু'মাস পর মধুচন্দ্রিমা, মলদ্বীপের উদ্দেশে পাড়ি রাহুল বৈদ্য-দিশা পরমারের
মধুচন্দ্রিমা কাটাতে মলদ্বীপের উদ্দেশে রওনা দিলেন গায়ক রাহুল বৈদ্য ও দিশা পরমার। বিমানবন্দরে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি দম্পতি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএয়ারপোর্টে দু'জনেরই লুকই ছিল বেশ নজরকাড়া।
২৩ সেপ্টেম্বর অর্থাৎ আগামিকাল ৩৪ বছরে পা দেবেন রাহুল বৈদ্য।
মলদ্বীপেই স্ত্রী দিশার সঙ্গে একান্তে জন্মদিন উদযাপন করবেন গায়ক।
বিমানবন্দরে পৌঁছে পোজও দিতে দেখা গেল তাঁদের।
কালো টপ-জিন্স, হাতে হলুদ ব্যাগে দিশা এবং সোয়েটশার্ট ও চোখে সানগ্লাস পরে রাহুলকে দেখা গেল।
২০২১ সালের জুলাইয়ে বিয়ে সারেন রাহুল বৈদ্য ও দিশা পরমার। বিয়ের প্রায় মাস দু'য়েক পর মধুচন্দ্রিমার যাত্রা তাঁদের।
সোশ্যাল মিডিয়ায় তাঁদের এই ছবি বেশ ভাইরাল হয়েছে।
সম্প্রতি রাহুল 'খতরো কে খিলাড়ি ১১'-এর শেষ পর্বে তাঁর লুকের ছবি পোস্ট করেন।
সেই ছবিতে রাহুলের স্ত্রী দিশা পরমারের মজার মন্তব্যও বেশ ভাইরাল হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -