Raj Chakraborty on Social Media: রাজের প্রথম উপার্জনে কেনা বাইকে ইউভান, নস্টালজিক পরিচালক
ইউভান চক্রবর্তী। এখনও নিজের প্রোফাইল হয়নি তাঁর। বাবা-মায়ের প্রোফাইল থেকেই নেটাগরিকদের মুখ দেখাতে আসে এই একরত্তি। রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়ের পুত্র ইউভান বেশ জনপ্রিয় ইতিমধ্যেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাবা রাজের প্রিয় সঙ্গী ইউভান। সদ্য নির্বাচিত বিধায়ক কাজের ফাঁকে ইউভানের সঙ্গেই সময় কাটাতে পছন্দ করেন। ব্যারাকপুরের বিধায়ক কাজ মিটিয়ে আরবানার আস্তানায় ফেরেন ইউভানের টানেই।
আজ সোশ্যাল মিডিয়ায় নিজের ও ইউভানের কিছু ছবি শেয়ার করেন রাজ। দেখা যাচ্ছে, একটি পালসার বাইকে চড়ে বসেছে ইউভান। আর তাকে ধরে রয়েছেন রাজ।
ক্যাপশানে রাজ লিখেছেন, ' এই Pulsar 150 বাইকটা আমার প্রথম নিজের গাড়ি। ২০০৩ সালে আমি এই বাইকটা কিনি আমার প্রথম উপার্জন দিয়ে। এখন এইটা ইউভান চালানোর চেষ্টা করছে।
রাজ আরও লেখেন, 'খুব তাড়াতাড়ি বড় হয়ে ইউভান এই বাইকটা চালানো শিখে যাবে।'
কিছুদিন আগেই একটি মজার ভিডিও শেয়ার করেছিলেন রাজ। সেখানে দেখা যাচ্ছে, বিছানায় শুয়ে ছোট্ট ইউভান। আর ক্যামেরায় ইউভানের উদ্দেশ্যে রাজ বলছেন, বাবা এতদিন বাড়ি ছিল না। তাই বাবা যা অত্যাচার করবে তোমায় সব সহ্য করতে হবে।' বলেই রাজ ইউভানকে আদর করছেন। আর ছোট্ট ইউভান প্রথম হতভম্ব, তারপরেই হেসে উঠছে বাবার আদর খেয়ে। আনন্দে আত্মহারা দুজনেই। মিষ্টি সেই ভিডিওর কমেন্টে ভালোবাসা উপচে দিলেন নেটিজেনরা।
কিছুদিন আগেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছোট্ট ইউভানের একটি ভিডিও শেয়ার করেছিলেন রাজ। সেখানে দেখা যাচ্ছে, খাটের ওপর দেওয়াল ধরে ধরে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে ইউভান। সফলও হচ্ছে। ভিডিওর ক্যাপশানে রাজ লিখেছেন, আমার ৬ মাসের বাচ্চা দাঁড়াতে শিখে গিয়েছে। এখন নাকি ও সবসময়ই উঠে দাঁড়াতে চায়। এমনকি মিউজিকেও সাড়া দেয়। থ্যাঙ্কু মাম্মা শুভশ্রী আমায় আমাদের ছেলের বড় হওয়ার সমস্ত অধ্যায়ে সামিল করার জন্য। হয়ত আমি কাজের চাপে কিছু কিছু মুহূর্ত ভাগ করে নিতে পারছি না। কিন্তু শুভশ্রী আমায় এই ভিডিওগুলো পাঠাচ্ছে। এতে অবশ্য আমার মিস করাটা কিছুটা হলেও কমছে।'
টলিউডের অন্যতম হিট জুটি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কিন্তু এখন তাঁদের জীবন জুড়ে কেবলই একরত্তি ইউভান। দম্পতির সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে রয়েছে ইউভানের বিভিন্ন খুনসুটি। ইউভানের নামে রয়েছে একাধিক ফ্যানপেজ। তার অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়।
ছবি সৌজন্যে: রাজ চক্রবর্তীর ইনস্টাগ্রাম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -