RRR Movie Promotions: ছবির প্রোমোশনে ক্যামেরাবন্দি রাম চরণ, জুনিয়র এনটিআর ও এস এস রাজামৌলি
আগামী ৭ জানুয়ারি মুক্তি পেতে চলেছে এস এস রাজামৌলি পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি 'আর আর আর'।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি অন্ধেরী ওয়েস্টে ছবির প্রোমোশনে ক্যামেরাবন্দি হলেন রাম চরণ, এনটিআর জুনিয়র। একইসঙ্গে ছিলেন পরিচালক এস এস রাজামৌলি।
অতিমারীর পর, এই প্রথমবার বলিউড ও দক্ষিণের ইন্ডাস্ট্রি একসঙ্গে কাজ করতে চলেছেন এই ছবিতে।
বলিউড তারকা অজয় দেবগণ ও আলিয়া ভট্টকেও দেখা যাবে এই ছবিতে।
এদিন প্রোমোশনে 'আর আর আর' লেখা পোশাকে দেখা যায় ছবির কলাকুশলীদের।
'আর আর আর' ছবির টিমের তরফে আগেই জানানো হয়েছিল যে ছবির ট্রেলার লঞ্চে একটি বড় ইভেন্টের আয়োজন করা হবে। কথা মতো নজরকাড়া ইভেন্ট হয়।
সম্প্রতি 'আর আর আর'-এর স্পেশাল ইভেন্টে নিজের বেশ কয়েক বছর আগের মুক্তি পাওয়া বক্স অফিসে দারুণ সাফল্য পাওয়া ছবি 'বজরঙ্গী ভাইজান'-এর সিক্যুয়েলের অফিশিয়াল ঘোষণা করলেন সলমন খান।
২০১৫-তে বলিউডে মুক্তি পেয়েছিল জনপ্রিয় কমেডি ড্রামা। ৬ বছরের এক পাকিস্তানি মূক কন্যা কোনওভাবে বাবা-মায়ের থেকে আলাদা হয়ে ভারতে চলে আসে। দুদেশের বর্ডার পেরিয়ে তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার নানা কর্মকাণ্ড দর্শক দেখেছিল পর্দায়।
সলমন খানের এমন ঘোষণার পরই উচ্ছ্বসিত অনুরাগীরা। তাঁরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে নানারকম পোস্ট করতে শুরু করে দিয়েছেন। যদিও কবে থেকে এই ছবির শ্যুটিং শুরু হবে বা কবে এই ছবি মুক্তি পাবে, সে সম্পর্কে এখনও কিছু জানাননি অভিনেতা।
অন্যদিকে দর্শকদের মধ্যে বেশ উত্তেজনা সৃষ্টি হয়েছে আসন্ন ছবি 'আর আর আর' নিয়ে। একাধিকবার মুক্তির তারিখ পিছিয়ে অবশেষে ৭ জানুয়ারি দর্শকদের সামনে আসবে 'আর আর আর'।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -