অর্জুন কপূরের জন্মদিনের পার্টিতে বলিউড তারকারা, কারা এলেন?
আজ (২৬ জুন) অর্জুন কপূরের জন্মদিন। বিশেষ ওই দিনটি বন্ধুবান্ধব, পরিবার ও প্রিয়জনদের সঙ্গে উদযাপন করলেন তিনি। রণবীর সিংহ, রণবীর কপূর, জাহ্নবী কপূর, খুশি কপূর, বিজয় দেবেরাকোণ্ডা সহ অন্যান্য বলিউড তারকারা জন্মদিনের শুভেচ্ছা জানাতে এলেন অর্জুনকে। (ছবি-মানব মঙ্গলানি)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগত রাতে অর্জুনের জন্মদিনের পার্টিতে যোগ দিতে দেখা গেল আলিয়া ভট্ট ও রণবীর কপূরকে। রণবীরের পরনে ছিল কালো পোশাক। অন্যদিকে, আলিয়াকে দেখা গিয়েছে সাদা টপে। (ছবি-মানব মঙ্গলানি)
স্ত্রী দীপিকাকে ছাড়াই স্টাইলিস গাড়িতে চড়ে প্রিয় বন্ধুর জন্মদিনের পার্টিতে আসতে দেখা গেল রণবীর সিংহকে। (ছবি-মানব মঙ্গলানি)
দাদার জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিলেন দুই বোন জাহ্নবী ও খুশিও। (ছবি-মানব মঙ্গলানি)
বিজয় দেবেরাকোণ্ডাকেও দেখা গেল অর্জুনের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে। অনন্যা পান্ডের বিপরীতে লিগার সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ ঘটতে চলেছে তাঁর। (ছবি-মানব মঙ্গলানি)
এছাড়াও আদিত্য রয় কপূর, রোহিত ধবনের মতো তারকারা সহ অর্জুনের বোন অংশুলাও জন্মদিনের পার্টিতে যোগ দিয়েছিলেন। (ছবি-মানব মঙ্গলানি)
পেশাদারি ক্ষেত্রে অর্জুনকে তাঁর আগামী সিনেমা ভূত পুলিশ-এ দেখা যাবে। এই সিনেমায় তাঁর সঙ্গে দেখা যাবে সইফ আলি খান, ইয়ামি গৌতম ও জ্যাকলিন ফার্নান্ডেজদেরও।(ছবি-মানব মঙ্গলানি)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -