Ranbir Kapoor photos: করোনা থেকে সেরে উঠে চেক আপ করাতে ক্লিনিকে রনবীর কপূর
করোনা আক্রান্ত হয়েছিলেন কিছুদিন আগে। সেরেও উঠেছিলেন। এবার চিকিৎসকদের পরামর্শের জন্য ক্লিনিকে গেলেন রনবীর কপূর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবান্দ্রার একটি ক্লিনিকে চেক আপ করাতে পৌঁছন তিনি। সেখানেই পাপারাৎজিদের মুখোমুখি হন রনবীর কপূর।
শুধু রনবীর নয়, করোনা আক্রান্ত হয়েছিলেন রনবীরের মা নীতু কপূর ও বলিউড অভিনেত্রী আলিয়া ভট্টও। কিন্তু সবাই সুস্থ তাঁরা। ফিরেছেন নিজেদের কাজেও।
সম্প্রতি একসঙ্গে দেখা গিয়েছিল রনবীর কপূর ও আলিয়াকে। 'ব্রহ্মাস্ত্র'-র শ্যুটিংয়ের জন্য ডাবিংয়ে গিয়েছিলেন তাঁরা। এই ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায়।
যুগ যুগ জিও ছবির শ্যুটিং-এ গিয়ে করোনা আক্রান্ত হয়েছিলেন নীতু কপূর। সেই সেটেই করোনা আক্রান্ত হয়েছিলেন বরুণ ধবন।
অন্যদিকে একের পর করোনার থাবায় কার্যত বিপর্যস্ত বলিউড। ভিকি কৌশল, গোবিন্দ, ভূমি পেডনেকর, অক্ষয়কুমারের পর এবার কোভিড পজিটিভ হলেন ক্যাটরিনা কইফ।
গতকালই করোনা আক্রান্ত হয়েছিলেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন অভিনেতা।
অন্যদিকে করোনা আক্রান্ত হয়েছেন ভূমি পেডনেকরও। সোশ্যাল মিডিয়ায় সেই কথা জানিয়েছিলেন ভূমি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -