Ranveer-Deepika Griha Pravesh: নতুন জীবনে রণবীর-দীপিকা, হাতে হাত রেখে গৃহপ্রবেশ বাংলোয়

Bollywood Couple: আলিবাগের বাংলোয় গৃহপ্রবেশ সারলেন। ইনস্টাগ্রাম স্টোরিতে তার বিভিন্ন মুহূর্ত তুলে ধরেছেন রণবীর।

আলিবাগের বাংলোয় গৃহপ্রবেশ রণবীর ও দীপিকার।

1/11
প্রায় চার বছর হতে চলল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এখনও পরস্পরকে চোখে হারান তাঁরা। তার মধ্যেই এ বার জীবনের নয়া অধ্যায়ের সূচনা করতে চলেছেন বলিউড তারকা রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোন।
2/11
এক বছর আগেই আলিবাগে ২২ কোটি টাকা দিয়ে একটি বাংলো কিনেছিলেন রণবীর এবং দীপিকা। এ বার ওই বাংলোয় গৃহপ্রবেশ সারলেন তাঁরা। ইনস্টাগ্রাম স্টোরিতে তার বিভিন্ন মুহূর্ত তুলে ধরেছেন রণবীর।
3/11
বিয়ের পরও মন্দির, গুরুদ্বারে হাতে হাত রেখে দেখা গিয়েছিল দম্পতিকে। গৃহপ্রবেশেও হাতে হাত রেখেই দেখা গেল তাঁদের। ক্যাজুয়াল লুক ছিল দু’জনেরই। সাদা-কালো পোশাক পরেছিলেন স্বামী-স্ত্রী।
4/11
এই মুহূর্তে মুম্বইয়ে গগনচুম্বী একটি আবাসনে সংসার রণবীর এবং দীপিকার। আলিবাগের বাংলোয় তাঁরা থাকবেন, নাকি শুধু বিনিয়োগের জন্য কেনা, তা জানা যাবে সময়ই।
5/11
সম্প্রতি আরব সাগরের তীরে একটি বহুতলের চারটি ফ্লোর নিয়ে তৈরি বিলাসবহুল আবাসন কেনেন তাঁরা।
6/11
মুম্বইয়ের ব্যান্ডস্ট্যান্ডে শাহরুখ খানের বাংলো ‘মন্নত’ এবং সলমন খানের ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’ থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত রণবীর-দীপিকার ওই আবাসন।
7/11
ওই আবাসনটি কিনতে এক কোটি, দু’কোটি নয়, ১১৯ কোটি টাকা খরচ করেন তাঁরা। আগামী দিনে সেখানেই থিতু হতে পারেন তারকা দম্পতি।
8/11
২০১৮ সালে দক্ষিণ ভারতীয় রীতি মেনে বিয়ে সারেন রণবীর-দীপিকা। আবার সিন্ধি মতেও সাতপাকে বাঁধা পড়েন দু’জনে।
9/11
তবে ভারত নয়, সুদূর ইতালির লোক কোমোয় বিয়ে সারেন তারকা দম্পতি। বলিউড তারকাদের ভিড় ছিল না সেখানে। বরং পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত ছিলেন বিয়েতে।
10/11
তবে ভারত নয়, সুদূর ইতালির লোক কোমোয় বিয়ে সারেন তারকা দম্পতি। বলিউড তারকাদের ভিড় ছিল না সেখানে। বরং পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত ছিলেন বিয়েতে।
11/11
২০১৩ সালে সঞ্জয়লীলা বনশালীর ‘গোলিয়োঁ কি রাসলীলা, রামলীলা’ ছবিতে প্রথম বার একসঙ্গে অভিনয় রণবীর ও দীপিকার। কবীর খান পরিচালিত ‘৮৩’ ছবিতে শেষবার একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের।
Sponsored Links by Taboola