Bigg Boss 15 Update:‘বিগ বস ১৫’-তে যোগ দিচ্ছেন রিয়া চক্রবর্তী? আর কারা হতে পারেন সম্ভাব্য প্রতিযোগী
টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো হল বিগ বস। দর্শকরা ১৫ তম সিজনের জন্য সাগ্রহে অপেক্ষা করছেন। এখন দেখে নেওয়া যাক, ১৫ তম সিজনের সম্ভাব্য প্রতিযোগী কারা হতে পারেন। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, এই তালিকায় রিয়া চক্রবর্তী, অনুষা ডান্ডেকর, দিশা ভাখানি, পার্থ সামথানের মতো সেলিব্রিটিরা থাকতে পারেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতারক মেহতা কা উল্টা চশমা খ্যাত দিশা ভাকানির সঙ্গে এই শো-এর ব্যাপারে যোগাযোগ করা হয়েছে বলে খবর। (Image courtesy – Getty)
বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীও সলমন খানের এই শো-এর ১৫ তম সিজনের সম্ভাব্য প্রতিযোগী। (Image courtesy - @rhea_chakraborty/Instagram)
বিগ বসের আগের সিজনগুলির মতো আগামী সিজনেও জুটির এন্ট্রি ঘটেছে। এবারও এ ধরনের জুটি হিসেবে দিব্যাঙ্কা ত্রিপাঠী ও তাঁর স্বামী বিবেক দাহিয়ার নাম নিয়ে জল্পনা চলছে। (Image courtesy - @divyankatripathidahiya/Instagram)
টেলিভিশন অভিনেত্রী নিয়া শর্মাও আসন্ন বিগ বসের অংশ হতে পারেন। ‘জামাই রাজা’ অভিনেত্রী ফিয়ার ফ্যাক্টর:খতরোঁ কি খিলাড়ি-তেও অংশ নিয়েছেন। (Image courtesy - @niasharma90/Instagram)
জানা গেছে, বোন আরতি সিংহর পর ক্রুষ্ণা অভিষেকও বিগ বসের ১৫ তম মরশুমে যোগ দিতে পারেন।(Image courtesy - @krushna30/Instagram)
সুরভি চন্দনা জনপ্রিয় শো নাগিন ৫-এ অভিনয়ে দর্শকদের মন জিতেছেন। তাঁর কাছেও এই শো-তে যোগদানের প্রস্তাব এসেছে বলে খবর।(Image courtesy - @officialsurbhic/Instagram)
‘বালিকা বধূ’ খ্যাত নেহা মাড্রা সম্প্রতি জানিয়েছেন যে, তাঁর কাছেও এই শো-তে যোগদানের প্রস্তাব এসেছে। (Image courtesy - @nehamarda/Instagram)
বিগ বস নির্মাতারা বেশ কয়েকটি সিজনের জন্য অভিনেতা পার্থ সামথানের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁকে এবারও প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর। (Image courtesy - @the_parthsamthaan/Instagram)
রাহুল বৈদ্যর পর তাঁর গার্লফ্রেন্ড দিশা পারমারের সঙ্গেও এই শো-তে যোগদানের জন্য যোগাযোগ করা হয়েছে বলে খবর। (Image courtesy - @dishaparmar/Instagram)
ইয়ে রিস্তা কেহলাতা হ্যায় অভিনেতা মহসিন খানের সঙ্গেও এ ব্যাপারে যোগাযোগ করা হয়েছে বলে খবর। (Image courtesy - @khan_mohsinkhan/Instagram)
অভিনেতা করণ কুন্দ্রার সঙ্গে ব্রেক আপ নিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছেন অনুষা ডান্ডেকর। তাঁকেও বিগ বসের আসন্ন মরশুমে যোগদানের প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর। (Image courtesy - @vjanusha/Instagram)
টেলি তারকা সানায়া ইরানিও আসন্ন সিজনে থাকতে পারেন বলে খবর। (Image courtesy - @sanayairani/Instagram)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -