IN PICS: পরনে ব্ল্যাক অউটফিট, বান্দ্রায় পাপারাৎজির ক্যামেরার মুখোমুখি রিয়া
ফাইল ছবি
1/10
পরনে ব্ল্যাক অউটফিট, বান্দ্রার ফলের বাজারে পাপারাৎজির মুখোমুখি রিয়া চক্রবর্তী।
2/10
কালো রঙের ক্রপ টপের সঙ্গে কালো স্কার্ট পরেছিলেন রিয়া। করোনাকালে তাঁর মুখে ছিল মাস্ক।
3/10
কেরিয়ার জীবন শুরু হয়েছিল ভিডিও-জকি বা ভিজে হিসেবে। অমিতাভ বচ্চন এবং ইমরান হাসমির সঙ্গে চেহেরে ছবিতে দেখা যাবে তাঁকে।
4/10
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিগ বস ১৫-তেও দেখা যাবে তাঁকে।
5/10
২০১৩ মেরে ড্যাড কী মারুতি ছবি দিয়ে তাঁর বলিউডে কেরিয়ার শুরু হয়।
6/10
এরপর একাধিক ছবিতে দেখা যায় তাঁকে। যার মধ্যে রয়েছে, সোনিল কেবল, দোবারা, হাফ গার্লফ্রেন্ড, জালেবি সহ তেলেগু ছবি তুনেগা তুনেগা।
7/10
বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের বান্ধবী ছিলেন তিনি। অভিনেতার মৃত্যুর পরই চর্চা শুরু হয় রিয়াকে নিয়ে।
8/10
এমনকী সুশান্তের মৃত্যুর পর মাক মামলায় গ্রেফতার করা হয় রিয়াকে। প্রায় একমাস জেলে ছিলেন তিনি।
9/10
পরে জামিন পেলেও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এখনও মাদক মামলায় তদন্ত চালিয়ে যাচ্ছে।
10/10
সুশান্তের মৃত্যুবার্ষিকীতে অভিনেতাকে স্মরণ করে পোস্ট করেন রিয়া।
Published at : 23 Jul 2021 08:29 AM (IST)