Riteish Genelia in Reality Show:সুপার ডান্সার ৪-এ ছুটি শিল্পা শেট্টির! চলতি সপ্তাহের স্পেশাল এপিসোডে দেখা যাবে রীতেশ ও জেনেলিয়াকে

Untitled_design_(7)

1/7
পর্ণ ভিডিও তৈরি ও মোবাইল অ্যাপে সেগুলি প্রকাশের অভিযোগে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতার হয়েছেন।
2/7
তারপর থেকেই জল্পনা চলছিল যে, ডান্স রিয়েলিটি শো সুপার ডান্সার ৪-এর জাজের ভূমিকায় দেখা যাবে না শিল্পা শেট্টিকে।
3/7
চলতি সপ্তাহের সুপার ডান্সার চ্যাপ্টার ৪-এর সেটে শিল্পা শেট্টির জায়গায় বলিউড অভিনেতা রীতেশ দেশমুখ ও তাঁর স্ত্রী অভিনেত্রী জেনেলিয়া ডি সুজাকে শাদি স্পেশাল এপিসোড উদযাপন করতে দেখা যাবে। বলিউডের তারকা দম্পতিদের মধ্যে অন্যতম রীতেশ ও জেনেলিয়া। অনুরাগীরাও তাঁদের বেশ পছন্দ করেন। শো-এর প্রতিযোগীরা দুজনের জনপ্রিয় গানে ডান্স করবেন। দেখুন-শোয়ের কিছু ছবি।
4/7
শোয়ের এপিসোডে রীতেশকে নীল জ্যাকেটে দেখা গিয়েছে। অন্যদিকে, জেনেলিয়ার পরনে ছিল গোলাপি-সাদা স্কার্টে। দুজনের দুরন্ত কেমিস্ট্রিও নজরে এড়ায়নি।
5/7
এই এপিসোডে ব্যক্তিগত জীবন সম্পর্কেও কিছু অজানা তথ্য জানাবেন তাঁরা।
6/7
রীতেশ ও জেনেলিয়া দুজনেই সুপার ডান্সারের সেটে জমিয়ে মজা করেছেন। প্রতিযোগীদের সঙ্গে ডান্স করেছেন।
7/7
শাদি স্পেশাল এপিসোড চলতি সপ্তাহে শনি ও রবিবার সম্প্রচারিত হবে।
Sponsored Links by Taboola