Riteish Genelia in Reality Show:সুপার ডান্সার ৪-এ ছুটি শিল্পা শেট্টির! চলতি সপ্তাহের স্পেশাল এপিসোডে দেখা যাবে রীতেশ ও জেনেলিয়াকে
পর্ণ ভিডিও তৈরি ও মোবাইল অ্যাপে সেগুলি প্রকাশের অভিযোগে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতার হয়েছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতারপর থেকেই জল্পনা চলছিল যে, ডান্স রিয়েলিটি শো সুপার ডান্সার ৪-এর জাজের ভূমিকায় দেখা যাবে না শিল্পা শেট্টিকে।
চলতি সপ্তাহের সুপার ডান্সার চ্যাপ্টার ৪-এর সেটে শিল্পা শেট্টির জায়গায় বলিউড অভিনেতা রীতেশ দেশমুখ ও তাঁর স্ত্রী অভিনেত্রী জেনেলিয়া ডি সুজাকে শাদি স্পেশাল এপিসোড উদযাপন করতে দেখা যাবে। বলিউডের তারকা দম্পতিদের মধ্যে অন্যতম রীতেশ ও জেনেলিয়া। অনুরাগীরাও তাঁদের বেশ পছন্দ করেন। শো-এর প্রতিযোগীরা দুজনের জনপ্রিয় গানে ডান্স করবেন। দেখুন-শোয়ের কিছু ছবি।
শোয়ের এপিসোডে রীতেশকে নীল জ্যাকেটে দেখা গিয়েছে। অন্যদিকে, জেনেলিয়ার পরনে ছিল গোলাপি-সাদা স্কার্টে। দুজনের দুরন্ত কেমিস্ট্রিও নজরে এড়ায়নি।
এই এপিসোডে ব্যক্তিগত জীবন সম্পর্কেও কিছু অজানা তথ্য জানাবেন তাঁরা।
রীতেশ ও জেনেলিয়া দুজনেই সুপার ডান্সারের সেটে জমিয়ে মজা করেছেন। প্রতিযোগীদের সঙ্গে ডান্স করেছেন।
শাদি স্পেশাল এপিসোড চলতি সপ্তাহে শনি ও রবিবার সম্প্রচারিত হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -