Celebrities Death Experience: শাহরুখ-সলমন থেকে হেমা-শাবানা, যে সকল বলিউড তারকা ফিরে এসেছেন মৃত্যুর মুখ থেকে
পর্দায় একাধিক ভয়ঙ্কর স্টান্ট করতে দেখা যায় বলিউড তারকাদের। তবে সেই শ্যুটিংয়ের পিছনে যে কত কাঠখড় পোড়াতে হয় তা দর্শকেরা টেরই পান না। এবং অবশ্যই পর্দার নায়ক-নায়িকারা তো আদতে মানুষ। ব্যক্তিগত জীবনে এঁদের কেউ কেউ গুরুতর অসুস্থ হন তো কেউ সাংঘাতিক বিপদের মুখে পড়েন। এমন বেশ কিছু তারকার নাম দেওয়া হল যাঁরা প্রায় মৃত্যুমুখ থেকে ফিরে এসেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেফ আলি খান: 'কেয়া কেহনা'র সেটে মাথায় চোট পান সেফ আলি খান। রিপোর্ট অনুযায়ী, এর জন্য তাঁকে ১০০ টি সেলাই করতে হয়েছিল।
জন আব্রাহাম: সম্প্রতি, কেবিসি-তে, জন আব্রাহাম একটি কিকবক্সিং ম্যাচ চলাকালীন বুকে আঘাত লাগার অভিজ্ঞতা শোনান। পরে, 'শ্যুটআউট অ্যাট ওয়াডালা'র শ্যুটিং চলাকালীন, অনিল কপূরের বন্দুক থেকে ছোড়া একটি বুলেট জন আব্রাহামের ঘাড়ে লাগে।
শাহরুখ খান: ছবির সেটে বেশ অনেকবার চোট পেয়েছেন শাহরুখ খান। তার মধ্যে কিছু মারাত্মক। 'কোয়েলা'র সেটে আগুন লেগে আক্রান্ত হন এবং ক্রুয়ের লোকজন তাঁকে রক্ষা করেন। হেলিকপ্টারেও দুর্ঘটনা ঘটে। তিনি সামনে দৌড়াচ্ছিলেন এবং হেলিকপ্টারটি এত কাছে ছিল যে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পান। তখন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হেমা মালিনী: বর্ষীয়াণ অভিনেত্রী হেমা মালিনী মথুরা হাইওয়েতে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হন। মাথায় কয়েকটি ছোটখাটো আঘাত নিয়ে তিনি প্রাণে বাঁচেন।
সলমন খান: সলমন খান পানভেলে তাঁর ফার্মহাউসে ছিলেন যখন তাঁকে একটি সাপে কামড় দেয়। প্রায় ছয় ঘণ্টা হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা। পরে সংবাদ সংস্থা এএনআইকে (ANI) তিনি বলেন, 'আমার খামারবাড়িতে একটা সাপ ঢুকেছিল, আমি লাঠি দিয়ে সেটাকে বাইরে নিয়ে যাচ্ছিলাম। ধীরে ধীরে সেটা আমার হাতের কাছে চলে আসে। আমি তখন সাপটাকে ছেড়ে দেওয়ার জন্য ধরি, আর তখনই সাপটি আমাকে তিনবার ছোবল দেয়। বিষধর সাপ ছিল। ৬ ঘণ্টার জন্য হাসপাতালে ভর্তি করা হয় আমাকে... এখন আমি ভাল আছি।'
অমিতাভ বচ্চন: 'কুলি' ছবির সেটে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার কথা আমরা সবাই জানি। বিগ বি প্রায় ৫৯ দিন হাসপাতালে ছিলেন। সূত্রের খবর অনুযায়ী, ভেন্টিলেটরে রাখার আগে তাঁকে ক্লিনিক্যালি মৃত ঘোষণা করা হয়েছিল। এমনকী তিনি হেপাটাইটিস বি-তে আক্রান্ত হয়েছিলেন এবং সেই থেকে তিনি মাত্র লিভারের ২৫ শতাংশ নিয়ে বেঁচে আছেন।
হৃত্বিক রোশন: 'কৃশ'-এর শ্যুটিং চলাকালীন, হৃতিক রোশন স্টান্ট করতে গিয়ে আঘাত পান। যে তার জড়িয়ে তিনি উচ্চতায় উঠে স্টান্ট করছিলেন সেগুলি ভেঙে পড়ে। সৌভাগ্যক্রমে, তিনি নিরাপদে অবতরণ করেন।
প্রীতি জিন্টা: দু'বার মৃত্যু থেকে রক্ষা পেয়েছেন প্রীতি জিন্টা। একবার তিনি কলম্বোতে ছিলেন। একটি বিস্ফোরণ ঘটে এবং সেই স্থানের খুব কাছাকাছি ছিলেন অভিনেত্রী। তাইল্যান্ডে যখন সুনামি আছড়ে পড়ে তখনও তিনি দ্বিতীয়বার প্রাণে বাঁচেন।
সানি লিওন: প্লেন দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী। খুব সৌভাগ্যক্রমে দুর্ঘটনা থেকে বাঁচে গোটা প্লেন। অভিনেত্রী ট্যুইট করে লেখেন, 'আমি এত হাসিখুশি আছি কারণ বাকি সকলে প্রচণ্ড ভয় পেয়ে আছেন। তাঁদেরকে চিয়ার আপ করতে হবে। ঈশ্বরকে ধন্যবাদ যে আমরা সকলে বেঁচে আছি! আমাদের প্রাইভেট প্লেন খারাপ আবহাওয়ার কারণে প্রায় ক্রাশ হতে যাচ্ছিল।' তিনি ধন্যবাদ জানান পাইলটকে।
শাবানা আজমি: মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে শাবানা আজমির গাড়ি দুর্ঘটনা হয়। একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। তাঁকে কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -