Sandipta Sen: 'অনেক বই পড়ছি, মা সারদার চরিত্রটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং'
জনপ্রিয় বাংলা ধারাবাহিক করুণাময়ী রাণী রাসমণি-তে ইতিমধ্যেই শেষ হয়েছে দিতিপ্রিয়া রায়ের অভিনয়। ধারাবাহিকের নামভূমিকায় অভিনয় করছিলেন তিনি। রানি রাসমণির মৃত্যুর মধ্যে দিয়েই শেষ হয়েছে ছোটপর্দায় রানির গল্প। দীর্ঘদিন ধরে চলে আসা এই ধারাবাহিকের আক্ষরিক অর্থেই আকর্ষণের কেন্দ্র ছিলেন দিতিপ্রিয়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরানির ভূমিকা শেষ হতেই মনখারাপ সমস্ত দর্শকের। জনপ্রিয় ধারাবাহিকের অনুরাগীরা মনমরা। তবে বন্ধ হচ্ছে না ধারাবাহিক। এরপর দেখানো হবে রানির রাসমণি উত্তর পর্ব। নির্মাতাদের আশা, এখনও একইরকম জনপ্রিয়তা পাবে এই ধারাবাহিক।
ধারাবাহিক শেষ হয়ে যাওয়ায় মনখারাপ দিতিপ্রিয়ারও। যদিও এরপর কিছুদিনের বিরতি চান তিনি। এরপর একটু অন্যরকম চরিত্রে অভিনয় করার সুযোগ খুঁজছেন অভিনেত্রী। ইতিমধ্যে নতুন ছবিতে সাক্ষরও করেছেন।
শ্রীরামকৃ্ষ্ণের চরিত্রে এর আগেই অভিনয় করে দর্শকদের মন জিতেছেন অভিনেতা সৌরভ সাহা। আর এবার গদাধর থেকে শ্রীরামকৃষ্ণ হয়ে ওঠার যাত্রা দেখবেন দর্শকরা। শ্রীরামকৃষ্ণের ভূমিকায় থাকছেন সৌরভই।
ধারাবাহিকে আসছে নতুন চমক। সারদাময়ীর চরিত্রে দেখা যাবে ধারাবাহিক ও ওটিটির জনপ্রিয় মুখ সন্দীপ্তা সেনকে।
ধারাবাহিক থেকেই সন্দীপ্তার পরিচিতি। ‘দুর্গা’ ধারবাহিকের হাত ধরে অভিনয় জীবনে পা রাখেন সন্দীপ্তা। এরপর ‘টাপুর টুপুর’, ‘তুমি আসবে বলে’ সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। এরপর ওটিটিতে ভিন্ন স্বাদের চরিত্রে দেখা গিয়েছিল সন্দীপ্তাকে। বেশ কিছুদিন পর আবার ধারাবাহিকেই ফিরছেন সন্দীপ্তা।
সারদামণির চরিত্রের জন্য নিজেকে কী ভাবে তৈরি করছেন সন্দীপ্তা? অভিনেত্রী বলছেন, শতরূপে সারদা নামে একটা বই পড়ছি। আমার সহ অভিনেতা সৌরভ দারুণ অভিনয় করছে। ওকে বলে রেখেছি আমায় সাহায্য করতে। এমন একটা লোভনীয় চরিত্রে আমায় ভাবা হয়েছে বলেই ফের ছোটপর্দায় কাজ করার সিদ্ধান্ত নিলাম। খুব চ্যালেঞ্জিং আমার কাছে চরিত্রটা'
সম্প্রতি প্রকাশ্যে এসেছে সারদা হিসাবে সন্দীপ্তার লুক। লাল পেড়ে সাদা শাড়ি, স্নিগ্ধ চেহারায় দারুণ মানিয়েছে সন্দীপ্তাকে। প্রকাশ্যে এসেছে মা সারদার বেশে তাঁর লুকও। সন্দীপ্তা বলছেন, শুধু অভিনয় নয়, মা সারদাকে বুঝতে গেলে রিসার্চ প্রয়োজন।'
সন্দীপ্তার সারদা দেবীর লুক ও সৌরভের শ্রীরামকৃষ্ণ লুকের ছবি সৌজন্যে জি বাংলা।
ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে অঞ্জন দত্ত পরিচালিত সিরিজ 'মার্ডার ইন দ্য হিলস', সেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সন্দীপ্তা সেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -