Celebrities Update: সাবেকি আউটফিটে রেড কার্পেটে গ্ল্যামার ঝড়ালেন সারা, অনন্যা
রেড কার্পেটে সারা, অনন্যা
1/11
রেড কার্পেটে বলিউডের এই প্রজন্মের ২ সেরা অভিনেত্রী সারা আলি খান ও অনন্যা পাণ্ডে।
2/11
বলিউড অভিনেত্রী সারা আলি খান ও অনন্যা পান্ডে বৃহস্পতিবার রাতে মুম্বইতে একটি গালা ইভেন্টের রেড কার্পেটে ঢেউ তোলেন।
3/11
সারা আলি খান এবং অনন্যা পান্ডে ক্যামেরার জন্য পোজ দেওয়ার সময় হাসিমুখে ছিলেন।
4/11
লোকমাত মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ড ২০২১-এ এই দুই অভিনেত্রী তাঁদের গ্ল্যামারের মাধ্যমে নজর কেড়ে নিয়েছেন।
5/11
অনন্যা পান্ডে, যিনি সম্প্রতি 'লিগার'-এর একটি সময়সূচি নিয়ে ভারতে ফিরেছেন, লাল কার্পেটে কালো লেহেঙ্গায় বেশ সুন্দর লাগছিল তাঁকে।
6/11
সারার পরনে ছিল সোনালি রংয়ের একটি লেহেঙ্গা। ক্যামেরাম্য়ানরা তাঁদের ছবি তুলতে ব্যস্ত ছিলেন।
7/11
অনন্যা পাণ্ডের নেকপিসও নজর কেড়েছে। যা আরও ঔজ্জ্বল্য ছড়িয়েছিলেন।
8/11
সারা আলি খান, যিনি 'আতরঙ্গি রে' মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন, গালা ইভেন্টে একটি পুরস্কার পেয়ে আনন্দে ভেসেছিলেন।
9/11
সইফ আলি খান এবং অমৃতা সিংহয়ের মেয়ে ইভেন্টের জন্য একটি ফুলের লেহেঙ্গা বেছে নিয়েছিলেন।
10/11
সারা এবং অনন্যা দুজনেই পুরস্কার রাতে তাঁদের স্টাইলিশ চেহারা দিয়ে বেশ কিছু হৃদয়কে এড়িয়ে গেছেন।
11/11
বি-টাউনের তারকারা নিশ্চয়ই স্টাইল স্টেটমেন্ট করতে জানেন, তাই না?6+
Published at : 04 Dec 2021 05:00 AM (IST)