Celebrities Update: সাবেকি আউটফিটে রেড কার্পেটে গ্ল্যামার ঝড়ালেন সারা, অনন্যা
রেড কার্পেটে বলিউডের এই প্রজন্মের ২ সেরা অভিনেত্রী সারা আলি খান ও অনন্যা পাণ্ডে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবলিউড অভিনেত্রী সারা আলি খান ও অনন্যা পান্ডে বৃহস্পতিবার রাতে মুম্বইতে একটি গালা ইভেন্টের রেড কার্পেটে ঢেউ তোলেন।
সারা আলি খান এবং অনন্যা পান্ডে ক্যামেরার জন্য পোজ দেওয়ার সময় হাসিমুখে ছিলেন।
লোকমাত মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ড ২০২১-এ এই দুই অভিনেত্রী তাঁদের গ্ল্যামারের মাধ্যমে নজর কেড়ে নিয়েছেন।
অনন্যা পান্ডে, যিনি সম্প্রতি 'লিগার'-এর একটি সময়সূচি নিয়ে ভারতে ফিরেছেন, লাল কার্পেটে কালো লেহেঙ্গায় বেশ সুন্দর লাগছিল তাঁকে।
সারার পরনে ছিল সোনালি রংয়ের একটি লেহেঙ্গা। ক্যামেরাম্য়ানরা তাঁদের ছবি তুলতে ব্যস্ত ছিলেন।
অনন্যা পাণ্ডের নেকপিসও নজর কেড়েছে। যা আরও ঔজ্জ্বল্য ছড়িয়েছিলেন।
সারা আলি খান, যিনি 'আতরঙ্গি রে' মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন, গালা ইভেন্টে একটি পুরস্কার পেয়ে আনন্দে ভেসেছিলেন।
সইফ আলি খান এবং অমৃতা সিংহয়ের মেয়ে ইভেন্টের জন্য একটি ফুলের লেহেঙ্গা বেছে নিয়েছিলেন।
সারা এবং অনন্যা দুজনেই পুরস্কার রাতে তাঁদের স্টাইলিশ চেহারা দিয়ে বেশ কিছু হৃদয়কে এড়িয়ে গেছেন।
বি-টাউনের তারকারা নিশ্চয়ই স্টাইল স্টেটমেন্ট করতে জানেন, তাই না?6+
- - - - - - - - - Advertisement - - - - - - - - -