Satish Kaushik:শেষযাত্রায় সতীশ কৌশিক
Bollywood Actor Dies: অন্তিম যাত্রার পথে প্রয়াত অভিনেতা পরিচালক সতীশ কৌশিক। শেষ অবধি পাওয়া খবরে, প্রয়াত অভিনেতা তথা পরিচালককে শেষ দেখা দেখতে উপস্থিত হন রণবীর কাপুর-সহ মুম্বইয়ের অন্য়ান্য তারকারা।
শেষযাত্রায় সতীশ কৌশিক
1/8
অন্তিম যাত্রার পথে প্রয়াত অভিনেতা পরিচালক সতীশ কৌশিক। শেষ অবধি পাওয়া খবরে, ইতিমধ্যেই প্রয়াত অভিনেতা তথা পরিচালক সতীশ কৌশিককে শেষ দেখাটুকু দেখতে উপস্থিত হয়েছেন রণবীর কাপুর-সহ মুম্বইয়ের অন্য়ান্য তারকারা।
2/8
এএনআই সূত্রে জানা গিয়েছে, সতীশ কৌশিকের পোস্টমর্টেমে, শরীরে কোনওরকম আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
3/8
হোলি খেলার পরে রাত ১১টা নাগাদ হঠাৎ অসুস্থবোধ করেন সতীশ কৌশিক।
4/8
পুলিশ সূত্রে খবর, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় অভিনেতা পরিচালকের।
5/8
সোশ্যাল মিডিয়ায় প্রথম তাঁর মৃত্যুর খবর দেন, অভিনেতা অনুপম খের।
6/8
এদিন বিকেলে এয়ার অ্যাম্বুল্যান্সে দিল্লি থেকে মুম্বই পৌঁছয় সতীশের মরদেহ।
7/8
প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানাতে ভিড় করেছিল কার্যত গোটা বলিউড।
8/8
আসেন সলমন খান, রণবীর কপূর, নওয়াজউদ্দিন সিদ্দিকি থেকে তাবড় তারকারা। বিহ্বল বার্তা দেন অনিল কপূর।
Published at : 09 Mar 2023 08:32 PM (IST)