Parno Mittra Films: পর্দার 'রঞ্জনা' থেকে 'বৃষ্টি', রইল পার্নো মিত্রর অন্যতম সেরা দশ সিনেমার তালিকা
রঞ্জনা আমি আর আসব না - অঞ্জন দত্তের পরিচালনায় এই সিনেমার মাধ্যমে বড়পর্দায় পা রাখেন অভিনেত্রী পার্নো মিত্র।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকলা আকাশ - ২০১২ সালে মুক্তি পায় সন্দীপন রায় পরিচালিত ছবিটি।
মাছ মিষ্টি অ্যান্ড মোর - ২০১৩ সালে মৈনাক ভৌমিক পরিচালিত ছবি। এই ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, রাইমা সেনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি।
আমি আর আমার গার্লফ্রেন্ডস - ২০১৩ সালের মে মাসে মুক্তিপ্রাপ্ত ছবি। পরিচালনায় মৈনাক ভৌমিক। মুখ্য চরিত্রে তিন মহিলা অভিনেত্রী একসঙ্গে কাজ করেছিলেন।
অপুর পাঁচালি - কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।
রাজকাহিনী - ২০১৫ সালে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পায় ছবিটি। ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্ত, ঋদ্ধিমা চক্রবর্তী, জয়া এহসান, সোহিনী সরকার প্রমুখ অভিনেতা অভিনেত্রীকে কাজ করতে দেখা যায়।
দ্য বংস এগেইন - ২০১৭ সালে আবারও অঞ্জন দত্তের পরিচালনায় মুক্তি পায় পার্নো মিত্র অভিনীত 'দ্য বংস এগেইন'।
ডুব - প্রয়াত অভিনেতা ইরফান খানের সঙ্গে এই ছবিতে একসঙ্গে অভিনয় করেন পার্নো।
আলিনগরের গোলকধাঁধা - সায়ন্তন ঘোষাল পরিচালিত ছবিতে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের বিপরীতে অভিনয় করেন পার্নো।
আহারে মন - প্রতিম ডি. গুপ্তার পরিচালনায় ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে অভিনয় করেন পার্নো মিত্র।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -