Shah Rukh Khan and Gauri Khan: গৌরীর প্রথম বই 'মাই লাইফ ইন ডিজাইন' প্রকাশ অনুষ্ঠানে নজর কাড়লেন কিং খান

My Life in Design: গৌরী খানের প্রথম বই মাই লাইফ ইন ডিজাইন প্রকাশ পেল। অনুষ্ঠানে হাজির ছিলেন শাহরুখ খান। দুজনেই নজর কাড়লেন কালো পোশাকে।

নিজস্ব চিত্র

1/10
প্রকাশ পেল বাদশাহ্-পত্নী গৌরী খানের লেখা প্রথম বই 'মাই লাইফ ইন ডিজাইন'।
2/10
স্ত্রীর বই প্রকাশ অনুষ্ঠানে হাজি হয়েছিলেন বলিউডের কিং, শাহরুখ খান।
3/10
ইন্টিরিয়র ডিজাইনার হিসেবে নিজের সফরের গল্পই গৌরী তুলে ধরেছেন বইয়ের আকারে।
4/10
এই বইয়ে মন্নতে তোলা শাহরুখ খান, আরিয়ান খান, সুহানা খান ও আব্রাম খানের একাধিক অদেখা ছবিও রয়েছে।
5/10
পেঙ্গুইন র‍্যানডম হাউজ দ্বারা প্রকাশিত এই বই প্রকাশ করলেন তারকা দম্পতি।
6/10
শাহরুখ ও গৌরীকে একসঙ্গে কালো পোশাকে দেখা গেল।
7/10
কালো স্যুট, চুলে পনিটেল করে বাদশাহর সঙ্গে কালো গাউনে গৌরীকে দেখা গেল।
8/10
এই বইয়ের ভূমিকা লিখেছেন স্বয়ং শাহরুখ খান।
9/10
সেখানে 'মন্নত'-এর নতুন নকশার পিছনে দেওয়া চিন্তাভাবনার কথাও লেখা আছে।
10/10
কীভাবে একসময় একটা সোফা কেনারও টাকা ছিল না তাঁদের, সেই থেকে এখন গৌরী নিজেই ডিজাইনার, সেই গল্পও শোনান শাহরুখ।
Sponsored Links by Taboola