Entertainment:সৈকতে কেমন ছুটি কাটাচ্ছেন শাহিদ-মীরা?
Shahid And Mira Kapoor:সস্ত্রীক ছুটি কাটাতে গিয়েছেন শাহিদ কাপুর। তাও আবার স্বর্গসুন্দর সৈকতে। সেখান থেকে ছবি না দিলে ভক্তদের আশাপূরণ হয় কী ভাবে?কাজের চাপ কিছু কম নেই কর্তা-গিন্নির।
সৈকতে কেমন ছুটি কাটাচ্ছেন শাহিদ-মীরা?
1/8
সস্ত্রীক ছুটি কাটাতে গিয়েছেন শাহিদ কাপুর। তাও আবার স্বর্গসুন্দর সৈকতে। সেখান থেকে ছবি না দিলে ভক্তদের আশাপূরণ হয় কী ভাবে?
2/8
কাজের চাপ কিছু কম নেই কর্তা-গিন্নির। তার উপর সন্তানদের দেখভাল। তবে তার মধ্যেই ছুটি কাটানোর সময় বের করে নেন।
3/8
শাহিদ-মীরার ছুটির ছবি মানেই চোখধাঁধানো দৃশ্য, সঙ্গে গ্ল্যামারের ছটা। এবারও তার ব্যতিক্রম হয়নি।
4/8
সৈকত-সফর থেকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন শাহিদ-ঘরণী। সঙ্গে ক্যাপশন, 'সল্টি হেয়ার, স্যান্ডি স্কিন।'
5/8
নরম রোদের আমেজেও মাঝেমধ্যেই ছবি দিতে দেখা যায় মীরাকে।
6/8
তাঁর সঙ্গেই কার্যত পাল্লা দিয়ে পুলসাইডে নিজের ছবি পোস্ট করেন শাহিদ। সঙ্গে ক্যাপশন, 'শেয়ারিং মাই প্রোফাইল'।
7/8
২০১৫ সালে বিয়ে করেন শাহিদ ও মীরা। তাঁদের দুই সন্তান, মিশা ও জৈন।
8/8
বড়পর্দায় শেষ বার 'জার্সি' ছবিতে দেখা গিয়েছে শাহিদকে। এর পর সম্ভবত অনিস বাজমি-র ছবিতে অভিনয় করবেন তিনি। (ছবি:SHAHID KAPOOR INSTAGRAM, MIRA KAPOOR INSTAGRAM)
Published at : 03 Jan 2023 10:49 PM (IST)