Shehnaaz Gill: গোলাপি ডিজাইনার শাড়িতে অনুরাগী মনে ঝড় তুললেন শেহনাজ
শেহনাজ গিল
1/10
সদ্যই গিয়েছে বলিউড অভিনেত্রী শেহনাজ গিলের জন্মদিন। জন্মদিন উপলক্ষে বেশ কিছু নতুন ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেন তিনি।
2/10
সদ্যই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে নতুন কিছু ছবি পোস্ট করেছেন শেহনাজ গিল। হালকা গোলাপি শাড়িতে নেট দুনিয়ায় ঝড় তুললেন অভিনেত্রী।
3/10
ডিজাইনার মনীশ মলহোত্রর ডিজাইন করা শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজে মোহময়ী হয়ে শেহনাজ গিল। সঙ্গে পরেছিলেন মানানসই গয়না।
4/10
গোলাপি শাড়ির সঙ্গে ন্যুড মেকআপে সেজেছিলেন শেহনাজ গিল। গোলাপি আইশ্যাডো এবং ন্যুড লিপস্টিকে সাজেন।
5/10
ছবি শেয়ার করে শেহনাজ গিল লেখেন, 'স্বপ্ন সত্যি হোক। আপনারা কী অনুভব করেন?'
6/10
সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন শেহনাজ গিল। তাঁর ফলোয়ার্সের সংখ্যাও চোখে পড়ার মতো।
7/10
ইতিমধ্যেই ইনস্টাগ্রামে শেহনাজ গিলকে প্রায় ১১ মিলিয়ন মানুষ ফলো করেন। এছাড়াও অন্যান্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তাঁর লক্ষাধিক ফলোয়ার্স রয়েছে।
8/10
তাই অভিনেত্রী ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গে তা লাইক কমেন্টে ভরিয়ে দেন অনুরাগীরা। সদ্য পোস্ট করা শেহনাজের ছবিতেও কমেন্টে ভালোবাসা প্রকাশ করেছেন তাঁরা।
9/10
আগেও জনপ্রিয় অভিনেত্রী ছিলেন শেহনাজ গিল। কিন্তু টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস'-এ প্রতিযোগী হিসেবে আসার পর থেকে তাঁর জনপ্রিয়তা আরও বেড়ে যায়।
10/10
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে শেহনাজ গিলের ছবি 'হসলা রাখ'। ছবিতে তাঁর সঙ্গে দেখা গিয়েছে দিলজিৎ দোসাঞ্জ এবং সোনম বাজওয়াকে।
Published at : 29 Jan 2022 01:52 PM (IST)