Shehnaaz Gill: গোলাপি ডিজাইনার শাড়িতে অনুরাগী মনে ঝড় তুললেন শেহনাজ
সদ্যই গিয়েছে বলিউড অভিনেত্রী শেহনাজ গিলের জন্মদিন। জন্মদিন উপলক্ষে বেশ কিছু নতুন ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসদ্যই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে নতুন কিছু ছবি পোস্ট করেছেন শেহনাজ গিল। হালকা গোলাপি শাড়িতে নেট দুনিয়ায় ঝড় তুললেন অভিনেত্রী।
ডিজাইনার মনীশ মলহোত্রর ডিজাইন করা শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজে মোহময়ী হয়ে শেহনাজ গিল। সঙ্গে পরেছিলেন মানানসই গয়না।
গোলাপি শাড়ির সঙ্গে ন্যুড মেকআপে সেজেছিলেন শেহনাজ গিল। গোলাপি আইশ্যাডো এবং ন্যুড লিপস্টিকে সাজেন।
ছবি শেয়ার করে শেহনাজ গিল লেখেন, 'স্বপ্ন সত্যি হোক। আপনারা কী অনুভব করেন?'
সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন শেহনাজ গিল। তাঁর ফলোয়ার্সের সংখ্যাও চোখে পড়ার মতো।
ইতিমধ্যেই ইনস্টাগ্রামে শেহনাজ গিলকে প্রায় ১১ মিলিয়ন মানুষ ফলো করেন। এছাড়াও অন্যান্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তাঁর লক্ষাধিক ফলোয়ার্স রয়েছে।
তাই অভিনেত্রী ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গে তা লাইক কমেন্টে ভরিয়ে দেন অনুরাগীরা। সদ্য পোস্ট করা শেহনাজের ছবিতেও কমেন্টে ভালোবাসা প্রকাশ করেছেন তাঁরা।
আগেও জনপ্রিয় অভিনেত্রী ছিলেন শেহনাজ গিল। কিন্তু টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস'-এ প্রতিযোগী হিসেবে আসার পর থেকে তাঁর জনপ্রিয়তা আরও বেড়ে যায়।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে শেহনাজ গিলের ছবি 'হসলা রাখ'। ছবিতে তাঁর সঙ্গে দেখা গিয়েছে দিলজিৎ দোসাঞ্জ এবং সোনম বাজওয়াকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -