Shehnaaz Gill: সলমন খানের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে শেহনাজ গিলের?
বলিউড অভিনেত্রী শেহনাজ গিল। 'বিগ বস'-এর ঘর থেকে তিনি দর্শকের কাছে আরও পরিচিত মুখ হয়ে ওঠেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজনপ্রিয় তিনি আগেও ছিলেন। কিন্তু 'বিগ বস'-এর ঘরে প্রতিযোগী হয়ে আসার পর এবং প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লর সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হওয়ার পর তিনি আরও জনপ্রিয় হয়ে ওঠেন।
সম্প্রতি নজর করা যাচ্ছে যে, সলমন খানের পরিবারের সঙ্গে বেশ ঘনিষ্ঠতা বাড়ছে শেহনাজ গিলের। নানা সময়ে খান পরিবারের সদস্যদের সঙ্গে ক্যামেরাবন্দি হচ্ছেন অভিনেত্রী।
কিছুদিন আগেই সলমন খানের বোন অর্পিতার দেওয়া ইদের পার্টিতে উপস্থিত ছিলেন শেহনাজ গিল। সেখানে বলিউডের ভাইজানের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নজর এড়ায়নি পাপারাজ্জিদের।
ইদের পার্টিতে সলমন খানের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় শেহনাজ গিলকে। পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন দুই তারকা।
এবার শেহনাজ গিলকে দেখা গেল আরবাজ খানের বান্ধবীর জন্মদিনের পার্টিতে। অভিনেতা বান্ধবী জর্জিয়ার জন্মদিন ছিল সম্প্রতি।
সেখানেই উপস্থিত তারকাদের মাঝে নজর কাড়েন শেহনাজ গিল। জর্জিয়া এবং আরবাজ খানের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ক্যামেরাবন্দি হয়।
আরবাজ খানের বান্ধবীর জন্মদিনের পার্টিতে জর্জিয়াকে কেক খাইয়ে দিতে দেখা যায়।
ইতিমধ্যেই জর্জিয়া আন্দ্রিয়ানির জন্মদিনের পার্টিতে শেহনাজ গিলের ছবি ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। সাদা পোশাকে দ্যুতি ছড়াচ্ছেন অভিনেত্রী।
যদিও সলমন খানের সঙ্গে পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক দেখা যেতেই নেটিজেনদের একাংশ নানা প্রশ্ন তুলেছেন। বলিউডেও ইতিমধ্যে পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছেন অভিনেত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -